Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

এখনও হাত গুটিয়ে বসে ‘ফাঁকিবাজ’ জনপ্রতিনিধিরা! ‘ভোকাল টনিক’ দিতে পুরুলিয়া সফরে অভিষেক

একুশের বিধানসভা ভোটে পুরুলিয়া কেন্দ্রে বেশ কয়েকজন কাউন্সিলর অন্তর্ঘাত করেছিলেন বলে অভিযোগ। কর্মিসভা থেকে তাঁদের বিশেষ বার্তা দিতে পারেন অভিষেক, এমনই মনে করা হচ্ছে।

Lok Sabha Election 2024: Abhishek Banerjee will visit Purulia for election campaign
Published by: Sucheta Sengupta
  • Posted:April 16, 2024 2:34 pm
  • Updated:April 16, 2024 6:43 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। জেলায় জেলায় ঘুরে প্রার্থীদের হয়ে প্রচার, কর্মীদের চাঙ্গা করা এসব রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দলের শীর্ষ নেতানেত্রীদের। আর সেই সূচিতেই চলতি মাসের ২৫ তারিখ জঙ্গলমহল পুরুলিয়ায় (Purulia) কর্মিসভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন পুরুলিয়া শহরের রাঘবপুর মোড় এলাকায় একটি বাগানবাড়িতে দুপুরে তাঁর সাংগঠনিক সভা রয়েছে। ওই সভা কার্যত ‘ভোকাল টনিক’ হবে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। এমনটাই মনে করছে ঘাসফুল শিবির।

পুরুলিয়া জেলা তৃণমূল সূত্রে আপাতত যা জানা গিয়েছে, প্রায় ১৫০ জন ওই কর্মিসভায় থাকবেন। পুরুলিয়া কেন্দ্রের নির্বাচন পরিচালন কমিটির সদস্য-সহ ব্লক সভাপতিরা ওই সভায় থাকার সুযোগ পাবেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুরুলিয়া জেলা তৃণমূল (TMC) সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “২৫ এপ্রিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মিসভা করবেন। তার প্রস্তুতিপর্ব চলছে।” পুরুলিয়ায় ষষ্ঠ দফায় ২৫ মে ভোট হওয়ায় এখনও ব্লক, অঞ্চল এমনকী বুথ স্তরের নেতা-কর্মীরা আলসেমি কাটিয়ে উঠতে পারেননি। চুপচাপ হাত গুটিয়ে বসে রয়েছেন পুরুলিয়া ও ঝালদার কাউন্সিলররা। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা রীতিমতো জল মাপছেন। যাতে এই প্রখর দাবদাহে লোকসভা ভোটের জন্য তাঁদের বেশি পরিশ্রম করতে না হয়।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোটের মুখে ছত্তিশগড়ে বিরাট সাফল্য নিরাপত্তারক্ষীদের, খতম ১৮ মাওবাদী]

আবার বহু জেলা নেতা ‘বাংলার অধিকার যাত্রা কর্মসূচি’ থেকে বিভিন্ন মিটিং-মিছিলে যোগ দিলেও তাঁরা ঘনিষ্ঠ মহলে বলছেন, সাংসদ ভোট তো তাদের নয়। বিধানসভা হলে আলাদা বিষয়। ফলে বুঝেসুঝে, মেপে কাজ করায় ভালো। তবে এই উদাসীনতা সহ সমস্ত বিষয়ই দলের রাজ্য নেতৃত্বের কাছে প্রতিদিন রিপোর্ট হচ্ছে। লোকসভা ভোটের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে কোনও নেতা বা কর্মী ও জনপ্রতিনিধিরা একেবারে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে না পড়লে দল যে কড়া ব্যবস্থা নেবে তার ইঙ্গিত মিলেছে আগেই। বিশেষ করে জেলায়-জেলায় অভিষেকের সাংগঠনিক বা কর্মিসভা থেকে সেই বার্তা দেওয়া হয়েছে।

পুরুলিয়া জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ব্লক, অঞ্চল এমনকি বুথের কর্মীরা দেওয়াল লিখন-সহ নিজেদের মধ্যে বৈঠকের কাজ করলেও পুরুলিয়া ও ঝালদার কাউন্সিলরদের মধ্যে একেবারেই গুটি কয়েকজন বাদ দিয়ে সবাই একেবারে বুঝেশুনে চলছেন অভিযোগ। নিজেদের পুর নির্বাচন নয় বলে ওয়ার্ডের বিভিন্ন প্রচার থেকে এড়িয়ে যাচ্ছেন। শুধু প্রার্থীর কাছে মুখ দেখিয়ে দায় সারছেন বলে একাধিক কাউন্সিলরের নামে রাজ্য স্তরে রিপোর্ট হয়েছে। একুশের বিধানসভায় (WB Assembly Election 2021) পুরুলিয়া কেন্দ্রে বেশ কয়েকজন কাউন্সিলর অন্তর্ঘাত করেছিলেন বলে অভিযোগ। যার জেরে পুরুলিয়া কেন্দ্রে হারতে হয় তৃণমূলকে।

[আরও পড়ুন: টানা ২০ দিন শিয়ালদহ শাখায় বাতিল বহু লোকাল, ঘুরপথে চলবে কিছু ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা]

এই বিষয়েও একাধিক রিপোর্ট রয়েছে রাজ্য নেতৃত্বের কাছে। ফলে অভিষেকের কর্মী সভা নিয়ে যেমন নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। তেমনই দলের একশ্রেণির ‘ফাঁকিবাজ,’ জনপ্রতিনিধিরা ওই সভা ঘিরে রীতিমতো আতঙ্কিত। পুরুলিয়া কেন্দ্রে জিততে তৃণমূলের শুধু এখন একটাই স্লোগান ‘লিড’! বুথ থেকে অঞ্চল। সেখান থেকে ব্লক হয়ে বিধানসভা কোন নেতা কত লিড আনতে পারবেন, তার উপরই নির্ভর করছে দলের চেয়ার-সহ জনপ্রতিনিধির কুরসিও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement