Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘কেউ যদি বলেন BJP আবাসের টাকা দিয়েছে, তাঁকে বেঁধে রাখবেন’, ঝাড়গ্রামে নিদান অভিষেকের

কালীপদ সোরেনের সমর্থনে ঝাড়গ্রামে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Election 2024: Abhishek Banerjee made controversial statement about Pradhan Mantri Awas Yojana
Published by: Subhankar Patra
  • Posted:May 19, 2024 5:38 pm
  • Updated:May 20, 2024 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়গ্রাম লোকসভায় দলীয় প্রার্থীর সমর্থনে সভায় বিজেপিকে কড়া আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে সাধারণ মানুষকে নিদান দিলেন, “কেউ যদি বলেন, বিজেপি আবাসের টাকা দিয়েছে, তাঁকে বেঁধে রাখবেন।”

ষষ্ঠ দফা নির্বাচনে ভোট হবে ঝাড়গ্রামে (Jhargram)। শেষবার এই লোকসভা আসনে জেতে বিজেপি (BJP)। জঙ্গলমহলের এই লোকসভা পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল নেতৃত্ব (TMC)। সাঁওতালি সাহিত্যিক কালীপদ সোরেনকে প্রার্থী করে দলের নিচুতলাকে সেই বার্তা দিয়েছে নেতৃত্ব। এবার কালীপদর সমর্থনে গিয়ে বিজেপিকে একহাত নিলেন অভিষেক। তিনি বলেন, “কেউ যদি বলেন, বিজেপি আবাসের টাকা দিয়েছে, তাঁকে বেঁধে রাখবেন। আমি বলে দিয়ে গেলাম। রেকর্ড করুন। এঁরা মিথ্যাবাদী। এক পয়সা আবাসের জন্য দেননি।”

Advertisement

[আরও পড়ুন: ভোটের ডিউটিতে এসে যুবতীকে জোর করে চুমু BSF জওয়ানের! শোরগোল উলুবেড়িয়ায়]

আবাসের পাশাপাশি একশো দিনের কাজের টাকা নিয়েও সুর চড়ান তিনি। অভিষেক বলেন, “১০০ দিনের কাজের টাকা বিজেপি বন্ধ করে রেখেছে। নবজোয়ার যাত্রায় যখন ঝাড়গ্রামে এসেছিলাম, দুই আদিবাসী ভাই বৃষ্টির মধ্যে তাঁদের মাকে নিয়ে ছাতা মাথায় দাঁড়িয়েছিলেন। তাঁরা বলেছিলেন, ১০০ দিনের কাজের টাকা পাইয়ে দিন। বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি। খাল কেটে কুমির এনেছি।” এর পরেই দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “ভোট দিন ১০০ দিনের কাজের টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে।” প্রসঙ্গত, ইতিমধ্যেই ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়েছে রাজ্য সরকার।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) অনেক আগে থেকেই তৃণমূল কংগ্রেস ও সরকারের মন্ত্রীরা দাবি করে আসছেন আবাস যোজনা, একশো দিনের কাজ-সহ বিভিন্ন খাতে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এ নিয়ে সরব হন। ভোটের পর তৃণমূল সরকার সেই টাকা মিটিয়ে দেবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের যে জেলাগুলোতে আবাসের কাজ আটকে রয়েছে তার মধ্যে অন্যতম ঝাড়গ্রাম জেলা। সেই সমস্য়া কেন্দ্রের সৃষ্টি করা বলে দাগিয়ে দিতে অভিষেকের এই কড়া আক্রমণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: যে কোনও জায়গা থেকে কাটা যাবে লোকাল ট্রেনের টিকিট! বড় বদল আনল রেল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement