Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

‘সাত দফায় সাত অঙ্গ ভাঙব বিজেপির’, দার্জিলিংয়ে হুঁশিয়ারি অভিষেকের

মঙ্গলবার মাটিগাড়া-নকশালবাড়িতে ভোটপ্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Election 2024: Abhishek Banerjee attacks BJP in election campaign at Darjeeling

ফাইল ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:April 23, 2024 3:39 pm
  • Updated:April 23, 2024 7:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিজেপির (BJP) সপ্ত অঙ্গ ভঙ্গের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। লোকসভা ভোটের প্রচার জমজমাট। মঙ্গলবার মাটিগাড়া-নকশালবাড়িতে ভোটপ্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপিকে একহাত নিলেন অভিষেক। তিনি বলেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের একেক দফায় বিজেপির একেক অঙ্গ ভাঙব।”

দেশের দ্বিতীয় দফার নির্বাচন ২৬ এপ্রিল। এরাজ্য়ের তিনটি লোকসভা আসনে ভোট হবে। তার মধ্যে রয়েছে দার্জিলিং লোকসভা (Darjeeling Lok Sabha)। মঙ্গলবার গোপাল লামার সর্মথনে জনসভা করেন অভিষেক। সেখানে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। জানান, প্রত্যেক দফায় বিজেপির একেকটা অঙ্গ ভাঙা হবে। সভার শেষের দিকে তিনি বলেন, “প্রথম দফায় বিজেপির মাথা ভেঙেছি, দ্বিতীয় দফায় কাঁধ, তৃতীয় দফায় কোমর, চতুর্থতে হাত, পঞ্চম দফায় পা, ষষ্ঠ বারে হাঁটু ও সপ্তম দফায় গোটা শরীর ভেঙে বলো হরি, হরি বোল।”

Advertisement

[আরও পড়ুন: জঙ্গিদের টার্গেট! নিরাপত্তা বাড়ছে মুখ্যমন্ত্রী ও অভিষেকের]

এছাড়াও বাংলার প্রতি কেন্দ্রীয় ‘বঞ্চনা’ নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সেনাপতি। আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে টাকা না পাওয়ার কথা উঠে এসেছে তাঁর মুখে। তৃণমূল প্রার্থী এই আসনে জেতার পর চলতি বছরের শেষের দিকে আবাস যোজনার টাকা রাজ্য সরকার মিটিবে দেবে বলে জানিয়েছেন তিনি। অভিষেক বলেন, “গোপাল লামা যদি আপনাদের আর্শীবাদে যেতেন, কাজ করার সুযোগ পান,  তাহলে দার্জিলিং লোকসভায় যাঁরা আবাসের জন্য আবেদন করেছেন, তাঁদের প্রথম কিস্তির টাকা ৩১ ডিসেম্বের মধ্য়ে পৌঁছিয়ে দেবে আমাদের রাজ্য সরকার।”

[আরও পড়ুন: শূন্য থেকে শুরু! ‘সর্বহারা’ সেলিমকে সংসদে পাঠাতে প্রাণপাত করবে কংগ্রেস?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement