Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

‘ডায়মন্ড হারবারের দায়িত্ব নিন আপনারা, বাকি ৪১ কেন্দ্র আমি দেখব’, জনসভায় গর্জন অভিষেকের

'ভোট চাইতে নয়, পরিবারের সঙ্গে দেখা করতে এলাম', সাতগাছিয়ায় বললেন 'ঘরের ছেলে'।

Lok Sabha Election 2024: Abhishek Banerjee asks voters to take responsiblity on Diamond Harbour seat
Published by: Sucheta Sengupta
  • Posted:April 28, 2024 5:55 pm
  • Updated:April 28, 2024 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ আসন নিঃসন্দেহে ডায়মন্ড হারবার। এখান থেকে তৃতীয়বারের জন্য ঘাসফুলের প্রার্থী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ৪২ টি কেন্দ্রেই ঘুরে ঘুরে প্রচার করছেন। তবে রবিবার নিজের কেন্দ্র থেকে শুরু করলেন ভোটপ্রচার। আর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়ার জনসভা থেকে বড় কথা বললেন বিদায়ী সাংসদ। তাঁর কথায়, ”ডায়মন্ড হারবার আপনারা দেখুন, বাকি ৪১ কেন্দ্রের দায়িত্ব আমার।”

BJP approaching EC against Abhishek Banerjee
ডায়মন্ড হারবারের দু বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সংসদীয় রাজনীতির শুরু থেকেই ডায়মন্ড হারবারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পর্ক নিবিড়। ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে লড়াই করে দুবার সাংসদ হয়েছেন তিনি।চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) তৃতীয়বারও তাঁর কাছে সংসদে যাওয়ার সুযোগ এই কেন্দ্র থেকেই। গত ১০ মার্চ ব্রিগেডের মাঠে ‘জনগর্জন সভা’ থেকে তৃণমূল ৪২ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পর থেকেই অভিষেকও ডায়মন্ড হারবারের (Diamond Harbour) প্রচার কৌশল স্থির করেছেন। আমতলায় জেলা দলীয় কার্যালয় টানা তিনদিন কর্মিসভা করে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করেছেন প্রার্থী।

Advertisement

[আরও পড়ুন: কৌটো-চাঁদা নয়, ফেসবুকে অর্থসাহায্যের আর্জি জানিয়ে কত পেলেন বামপ্রার্থী সায়ন?]

রবিবার তিনি জনসভার মধ্যে দিয়ে শুরু করলেন ভোটের প্রচার। সাতগাছিয়ার জনসভায় বক্তব্যের শুরুতেই বললেন, ”ভোট চাইতে নয়, পরিবারের সঙ্গে দেখা করতে এলাম। আমাদের এখানে ভোট সবশেষে, ১ জুন। তার আগে আমি মনোনয়ন দেব। কিন্তু মনোনয়ন দেওয়ার আগে যদি আপনাদের আশীর্বাদ না পাই, তাহলে পরিপূর্ণ হবে না। তাই আপনাদের কাছে এলাম।” এর পরও বললেন, আমি ৪১ কেন্দ্রে দলের সৈনিক হয়ে লড়ছি। আপনারা ডায়মন্ড হারবারের সৈনিক হয়ে লড়াই করুন। আর নিজেদের ক্ষমতা দেখিয়ে দিন। ৪ জুন যেদিন ভোটবাক্স খোলা হবে, সেদিন কাস্তে-হাতুড়ি আর পদ্মফুলের লোকজন চোখে সরষেফুল দেখবে। আপনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক সরাসরি, মাঝে কেউ নেই। আমি আপনাদের ঘরের ছেলে।”

[আরও পড়ুন: বহরমপুরের দাঁড়িয়ে অধীর নিয়ে টুঁ শব্দ নয়! শুধু তৃণমূলকে নিশানা নাড্ডার]

এদিনের প্রচারসভা থেকে ‘ডায়মন্ড  হারবার মডেলে’র কথা মনে করিয়ে দিলেন অভিষেক।  করোনা কালে এই ডায়মন্ড হারবারে চিকিৎসা ক্ষেত্রে এতটাই সুব্যবস্থা, নয়া পরিকাঠামো তৈরি হয়েছিল যে তা গোটা রাজ্যের কাছেই করোনার বিরুদ্ধে যুদ্ধে মডেল হয়ে দাঁড়িয়েছিল। তার জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিয়েছিলেন সকলে। গত ৫ বছরে কাজের নিরিখে তৃণমূল সাংসদকে ভালোই নম্বর দিচ্ছেন মানুষজন। আর সেসবকে সম্বল করেই অভিষেকও নামলেন তৃতীয়বার সাংসদ হওয়ার লক্ষ্যে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement