ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক ছাড়াও চলতি লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কেন্দ্রপিছু আরও তিনজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। এবার একই ফর্মুলায় ভোটগণনার উপর কড়া নজরদারি রাখতে বাংলায় ১৩৮ জন কাউন্টিং অবজার্ভার পাঠানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
একইসঙ্গে কমিশনের ফরমান, গণনাকেন্দ্রের ভিতর রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের নিজের টেবিল ছেড়ে ওঠা চলবে না। রাজ্যের ৪২টি লোকসভা আসনের ভোটগণনা হবে এবার ৫৫টি গণনাকেন্দ্রে। কলকাতা দক্ষিণ আসনে গণনা হবে সাতটি কেন্দ্রে। ডায়মন্ড হারবার আসনের ভোট গোনা হবে চারটি আসনে। রায়গঞ্জ ও বারাসত আসনে দুটি করে ও দার্জিলিং আসনের ভোটগণনা হবে তিনটি কেন্দ্রে। এই ৫৫টি কাউন্টিং স্টেশনে ছড়িয়ে থেকে ভোটগণনা পর্বের উপর নজরদারি রাখবেন ১৩৮ জন গণনা পর্যবেক্ষক।
কমিশন সূত্রে খবর, কোন লোকসভা কেন্দ্রে কতজন গণনা পর্যবেক্ষক থাকবেন, তার তালিকা তৈরির কাজ চলছে। তালিকা তৈরির সময় মাথায় রাখা হচ্ছে ওই আসনের পশ্চাদপট বা রাজনৈতিক গুরুত্ব। এমনকী তেমন বুঝলে সামগ্রিকভাবে লোকসভা আসনের পাশাপাশি কোনও নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের জন্যও এই গণনা পর্যবেক্ষকদের নিয়োগ করা হতে পারে। কমিশন সূত্রে খবর, গণনা পর্যবেক্ষক নিয়োগ ছাড়াও গণনা চলাকালীন কাউন্টিং স্টেশনের ভিতরেও বেশ কিছু ক্ষেত্রে নিয়ম বদল করা হচ্ছে। যার অন্যতম, এবার ভোটগণনার সময় গণনাকেন্দ্রের মধ্যে নিজের টেবিল ছেড়ে কাউন্টিং এজেন্টদের এদিক ওদিক হাঁটাচলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে এবার কমিশন। একমাত্র ইলেকশন এজেন্টদের ক্ষেত্রেই গণনাকেন্দ্রের ভিতর যত্রতত্র ঘোরাফেরায় ছাড় দেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।
গণনাকেন্দ্রের ভিতর রিটার্নিং অফিসার ও নির্বাচনী পর্যবেক্ষক ছাড়া অন্যদের মোবাইল নিয়ে প্রবেশের উপর আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কমিশনের নির্দেশ, গণনাকেন্দ্রে ঢোকার মুখে শরীর পরীক্ষার সময় কারও কাছে মোবাইল ফোন মিললে সেটি বাজেয়াপ্ত করা ছাড়াও ওই ব্যক্তি শাস্তির মুখে পড়বেন। তাঁর জরিমানা বা কারাবাস বা দুই-ই হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.