Advertisement
Advertisement
Lok Sabha 2024

‘মিথ্যা বলছেন মমতা, বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব দেব’, CAA নিয়ে মতুয়াদের ‘গ্যারান্টি’ দিলেন শাহ

হরিচাঁদ ঠাকুর-গুরুচাঁদ ঠাকুরের অনুগামী মতুয়ারা বিজেপির 'ভোটব্যাঙ্ক', অকপট স্বীকারোক্তি শাহর।

Lok Sabha 2024: Will provide door to door citizenship, promises HM Amit Shah
Published by: Subhajit Mandal
  • Posted:May 14, 2024 4:31 pm
  • Updated:May 14, 2024 5:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিকত্বও পাবেন। দেশে সম্মানের সঙ্গে বাঁচার অধিকারও পাবেন। CAA কার্যকর করার পর মতুয়াবাসীর সংশয় দূর করতে বনগাঁয় দাঁড়িয়ে জোর গলায় আশ্বাস দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিলেন, “বনগাঁয় শান্তনু ঠাকুর জিতলে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবে বিজেপি।”

সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার পর মতুয়াদের মধ্যে যে রকম সাড়া প্রত্যাশা করা হচ্ছিল, সেই সাড়া মেলেনি। উলটে মতুয়া সমাজের অনেকেই সংশয়ে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেভাবে CAA নিয়ে প্রচার করছেন, তাতে অনেকের মনে সংশয় তৈরি হয়েছে, আদৌ CAA-তে আবেদন করা যুক্তিযুক্ত হবে কিনা। বনগাঁর সভা থেকে সেই সংশয় দূর করার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলে গেলেন, বিভ্রান্ত হবেন না। নাগরিকত্ব পাওয়ার আবেদন করলে কারও অসুবিধা হবেন না।

Advertisement

[আরও পড়ুন: কাঁথিতে বিজেপির প্রতিদ্বন্দ্বী বিজেপিই! আদি-নব্য কাঁটা চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবিরে]

বনগাঁর সভা থেকে শাহের (Amit Shah) দাবি, “মতুয়া সমাজের মানুষকে আমি আশ্বাস দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন। বলছেন, CAA চালু হলে মানুষ সমস্যায় পড়বেন। আমি বলছি, বিভ্রান্ত হবেন না। নাগরিকত্বের জন্য আবেদন করবেন। কারও কোনও অসুবিধা হবে না। আবেদন করুন, নাগরিকত্বও পাবেন। সম্মানের সঙ্গে বাঁচতেও পারবেন।” এর পরই শাহী ঘোষণা, “বিজেপি জিতলে শান্তনু ঠাকুর বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবেন।

[আরও পড়ুন: ফের অস্বস্তিতে রাজ্যপাল, এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নবান্নে জমা পড়ল তদন্ত রিপোর্ট]

কোনও রাখঢাক না করেই শাহ এদিন বলে দিয়েছেন, হরিচাঁদ ঠাকুর-গুরুচাঁদ ঠাকুরের অনুগামী মতুয়ারা বিজেপির ‘ভোটব্যাঙ্ক’। শাহের বক্তব্য, “দিদি ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের ঢোকায়। আর মতুয়াদের নাগরিকত্ব দিতে দেব না। বলে কিনা বাংলায় CAA হতে দেব না। আরে দিদি আপনি আটকাবেন কী করে। নাগরিকত্ব কেন্দ্রের বিষয়।” এরপরই শাহী গ্যারান্টি, “দুনিয়ার কোনও শক্তি CAA আটকাতে পারবে না।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement