Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

ভোটের আগেই ভোট! সায়নীর প্রচারে তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

'কেন্দ্রীয় বাহিনী যদি অত্যাচারের উদ্দেশে আসে, তাহলে তো কেউ চুপচাপ বসে থাকবে না। তখন তো রুখে দাঁড়াতেই হবে।', বিধায়কের সুর শোনা গেল সায়নীর গলাতেও।

Lok Sabha 2024: TMC MLA Bivas Sardar made controversial remark at campaign of Saayoni Ghosh
Published by: Sucheta Sengupta
  • Posted:March 11, 2024 5:26 pm
  • Updated:March 11, 2024 7:09 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা প্রকাশিত হতেই কার্যত বাংলায় ভোটের দামামা (Lok Sabha 2024) বেজে গেল। দিকে দিকে ঘাসফুল শিবিরের প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে। নির্বাচনী ময়দানে ব্যালট যুদ্ধের পাশাপাশি বাকযুদ্ধও যে সমানতালে চলে, তা কে না জানে? আর সেই প্রচারে নেমে ভোকাল টনিক দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। সোমবার বারুইপুর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তাঁর সঙ্গে থাকা বিভাস সর্দার বলে বসলেন, ”ভোটের ১৫ দিন আগেই ভোট হয়ে যাবে।”

সোমবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এলাকার ফুলতলার লীলা সিনেমা হলের প্রচারে বেরন যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। কর্মী, সমর্থকদের নিয়ে কর্মিসভাও করেছেন। আর সেখান থেকেই তাঁর হয়ে ভোটপ্রচারে বিতর্ক উসকে দিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। তাঁর সাফ কথা, ”কোনও কেন্দ্রীয় বাহিনী-টাহিনি কিছু নয়, আমরা মমতা ব্যানার্জি বাহিনী তাদের সামনে রুখে দাঁড়াব। ভোটের ১৫ দিন আগেই ভোট হয়ে যাবে।” এর পর বুথ কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ”২৮৩টি বুথ আছে। ৩০৯ জন সদস্য আছে। বুথ ভিত্তিক টার্গেট দেওয়া হয়েছে। কোনও বুথে খারাপ ফল হলে কিন্তু সেই বুথের সাংগঠনিক নেতৃত্বে যারা আছেন, তাদের সমস্যায় পড়তে হবে।”

Advertisement

[আরও পড়ুন: সন্দেশখালিতে CBI-ই বহাল, ‘শাহজাহানকে গ্রেপ্তারে এত দেরি কেন’, রাজ্যকে ‘সুপ্রিম’ প্রশ্ন]

বিধায়কের এহেন বক্তব্যকে সমর্থন করেছেন সায়নী ঘোষও। পরে তিনি নিজে প্রচারে বেরিয়ে বলেন, ”আমি যাদবপুরের মেয়ে। যাদবপুর নিজের মেয়েকেই চাইবে। সারা বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেছেন। মানুষও সারা বছর তাঁর পাশে থেকেছে। আর আমাকে তো যাদবপুরের মানুষ এতদিন পায়নি। এবার পাচ্ছে, সারা বছর পাবে।” জয় নিয়ে কতটা আত্মবিশ্বাসী? এই প্রশ্নে সায়নী ঘোষের আত্মবিশ্বাসী জবাব, ”জয় না, মার্জিনের ব্যাপারে জিজ্ঞেস করুন। জয় নিয়ে আর কিছু বলার নেই। আর ওস্তাদের মার তো শেষ রাতেই হয়।” বিধায়ক তো কেন্দ্রীয় বাহিনীকে মানতেই চাইছেন না। এনিয়ে সায়নীর মন্তব্য, ”কেন্দ্রীয় বাহিনী যদি অত্যাচারের উদ্দেশে আসে, তাহলে তো কেউ চুপচাপ বসে থাকবে না। তখন তো রুখে দাঁড়াতেই হবে।”

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: মুখ পোড়ার ভয়? ব্রিগেডে পালটা সভা চায় না বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement