Advertisement
Advertisement
Lok Sabha 2024

ভোটকেন্দ্রে ঢুকে জানলেন ‘মৃত’, তাজ্জব শিলিগুড়ির বাসিন্দা

প্রশাসনিক গাফিলতি বলেই দাবি স্থানীয় কাউন্সিলরের।

Lok Sabha 2024: Siliguri man goes to vote, told he is dead
Published by: Sayani Sen
  • Posted:April 19, 2024 8:17 pm
  • Updated:April 19, 2024 8:17 pm  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: হাতে ভোটার কার্ড। পায়ে হেঁটে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছলেন ভোটার। অথচ ভোট দিতে পারলেন না। কারণ, তিনি নাকি মৃত। প্রথম দফার ভোটে এমনই বিস্ময়কর ঘটনার সাক্ষী শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের ২৩৬ নম্বর বুথ। প্রশাসনিক গাফিলতি বলেই দাবি স্থানীয় কাউন্সিলরের।

গোবিন্দ রায়, শিলিগুড়ির ভক্তিনগর এলাকার বাসিন্দা। বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে ২৩৬ নম্বর বুথে ভোট দিতে যান। সকাল সকাল লাইনে দাঁড়ান। বুথেও ঢোকেন। এত দূর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। বুথে ঢুকে তাজ্জব হয়ে যান। জানতে পারেন তালিকায় তাঁর নাম নেই। তালিকা অনুযায়ী তিনি ‘মৃত’।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি নেতাকে গ্রেপ্তারিতে ‘ইন্ধন’, ভেটাগুড়িতে রণংদেহী মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন]

যে ব্যক্তি নিজে ভোটের লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বলে স্থির করেছিলেন তিনি কী করে ‘মৃত’ হন। সেই প্রশ্ন উঠছে। গোবিন্দ রায় বলেন, “সকাল সকাল এসে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলাম। বুথে পৌঁছতেই জানতে পারি তালিকা অনুযায়ী আমি ‘মৃত’। পরিবারের অন্যান্য সদস্যরা ভোট দিয়েছে। আমিই শুধু দিতে পারলাম না।” এই বিষয়টি নিয়ে অত্যন্ত বিরক্ত স্থানীয় কাউন্সিলর বিমল তফাদার। তিনি বলেন, “এটা প্রশাসনের চূড়ান্ত গাফিলতি। বিএলওরা সঠিকভাবে কাজ না করায় এই সমস্যা দেখা গিয়েছে।”

[আরও পড়ুন: মে মাসের শুরুতেই মাধ্যমিকের ফলপ্রকাশ, প্রস্তুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement