Advertisement
Advertisement
Mithun Chakraborty

হুডখোলা গাড়িতে ‘ডিস্কো ডান্সার’, তাসা-ব্যান্ড পার্টির তালে কোমর দোলালেন মিঠুন

আমজনতাকে কী বললেন 'মহাগুরু'?

Lok Sabha 2024: Mithun Chakraborty joins a road show in Jalpaiguri
Published by: Sayani Sen
  • Posted:April 14, 2024 9:38 pm
  • Updated:April 14, 2024 9:38 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: তিনি ‘মহাগুরু’। একসময় তাঁর ‘ডিস্কো ডান্সার’ মুগ্ধ করেছে অগণিত মানুষকে। এত বছর পরেও সেই আবেগ ম্লান হয়নি এতটুকু। হুডখোলা গাড়িতে ভোটপ্রচারে বেরিয়েও ব্যান্ডের তালে নেচে উঠল তাঁর কোমর। ‘ডিস্কো ডান্সারে’র তালে মাতালেন রোড শো। যা দেখে উচ্ছ্বাসে ভাসল আমজনতাও। ‘গুরু’, ‘গুরু’ ধ্বনিতে কেঁপে উঠল জলপাইগুড়ির ময়নাগুড়ির পুরাতন বাজার।

রবিবার বিকেলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়ি শহরে বিজেপি প্রার্থী ডা: জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রচার করেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। নির্ধারিত সময়ের একঘন্টা পরে র‍্যালি শুরু হয়। বাংলা বছরের শুরুর দিনে মিঠুনকে দেখতে উপচে পড়ে ভিড়। রাস্তার দুপাশে পা ফেলার জায়গা ছিল না। ভিড় সরিয়ে হুডখোলা গাড়িতে এগিয়ে চলে রোড শো।

Advertisement

[আরও পড়ুন: নির্বাচনী আবহে অভিষেকের হেলিকপ্টার থামিয়ে আয়কর তল্লাশি! কী মিলল?]

ময়নাগুড়ি শহরের সুভাষ নগর, দুর্গাবাড়ি, সিনেমাহল পাড়া হয়ে র‍্যালি পুরাতন বাজারে আসতে না আসতেই ব্যান্ডের তালে নেচে ওঠেন মিঠুন। যা দেখে গুরু গুরু ধ্বনিতে কেঁপে ওঠে গোটা এলাকা। বিজেপি প্রার্থীর হয়ে র‍্যালি করলেও রাজনৈতিক কোনও বক্তব্য রাখেননি মিঠুন। তবে যাওয়ার আগে নতুন ভোটারদের উদ্দেশ্যে ভেবেচিন্তে যোগ্য দল এবং উপযুক্ত প্রার্থীকেই ভোট দেওয়ার আবেদন জানান ‘মহাগুরু’র।

[আরও পড়ুন: বিশ্বজুড়ে যুদ্ধের করাল থাবা, ‘ভারতীয়দের নিরাপত্তার জন্য চাই শক্তিশালী সরকার’, বলছেন মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement