Advertisement
Advertisement

Breaking News

Mithun Chakraborty

মেদিনীপুরে মিঠুনের রোড শো’য়ে বোতল বৃষ্টি ঘিরে তুমুল উত্তেজনা! কাঠগড়ায় তৃণমূল

মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন চক্রবর্তী।

Lok Sabha 2024: Mithun Chakraborty faces chaos in Medinipur during election campaign
Published by: Amit Kumar Das
  • Posted:May 21, 2024 1:40 pm
  • Updated:May 21, 2024 6:50 pm  

সম্যক খান, মেদিনীপুর: বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর রোড শোতে ব্যাপক উত্তেজনা মেদিনীপুরে। কর্মসূচি চলাকালীন বিজেপি সমর্থকদের লক্ষ্য করে বোতল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ তুলেছে বিজেপি। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মঙ্গলবার সকালে মেদিনীপুরের (Medinipur) কালেক্টরেট মোড় থেকে কেরানিটোলার পর্যন্ত যাওয়ার কথা ছিল এই রোড শো। এই পথেই শেখপুরা রোডের কাছে পোস্টার ব্যানার হাতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল সমর্থকরা। জানা গিয়েছে, তৃণমূলের এই বিক্ষোভ কর্মসূচি চলছিল যুবনেতা আবির আগরওয়ালের নেতৃত্বে।

Advertisement

[আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় উত্তাল উলুবেড়িয়া, তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি]

বিজেপির মিছিল সেখানে পৌঁছতেই দুই দলের সমর্থকদের মধ্যে কটুক্তি ও উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, সেই সময় বিজেপির মিছিল লক্ষ্য করে বোতল ছুড়তে থাকেন তৃণমূল সমর্থকরা। এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, থামিয়ে দেওয়া হয় মিঠুনের রোড শোয়ের গাড়ি। পরিস্থিতি সামাল দিতে এর পর মাঠে নামতে হয় পুলিশকে। দুই পক্ষকে সরিয়ে দেয় পুলিশ।

[আরও পড়ুন: জগন্নাথদেব নিয়ে বিতর্কিত মন্তব্য! উপবাস করে প্রায়শ্চিত্তের সিদ্ধান্ত সম্বিতের]

গোটা ঘটনায় বিজেপির অভিযোগ, গোটা ঘটনার জন্য দায়ী তৃণমূল। পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি শুরুতে। যার ফলেই বিষয়টা এত দূর পর্যন্ত গড়ায়। উল্লেখ্য, আগামী শনিবার ষষ্ঠ দফায় মেদিনীপুর কেন্দ্রে ভোট। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন বিধায়ক জুন মালিয়া। অন্যদিকে, বিজেপি এবার এখানে প্রার্থী করেছে বিধায়ক অগ্নিমিত্রা পালকে। দুজনেই সেলিব্রিটি আবার দুজনেই বিধায়ক। ফলে দুই সেলেবের ‘লড়াই’-এর আগেই উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর এলাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement