Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা’, মোদির সভার আগের দিনই তোপ মমতার

ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে মহুয়ার সাংসদ পদ বাতিলের প্রসঙ্গ তুলেও মোদিকে খোঁচা দেন মমতা।

Lok Sabha 2024: Mamata Banerjee slams PM Narendra Modi
Published by: Sayani Sen
  • Posted:May 2, 2024 6:01 pm
  • Updated:May 2, 2024 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণনগরের ‘রানিমা’র সমর্থনে শুক্রবার নির্বাচনী জনসভা করবেন মোদি। তার ঠিক একদিন আগে ওই একই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে বিজেপিকে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে মহুয়ার সাংসদ পদ বাতিলের প্রসঙ্গ তুলেও খোঁচা দেন তিনি।

কৃষ্ণনগর থেকেই এবার লোকসভা ভোটের প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মোদি আসার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার তেহট্টের হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে আবারও মহুয়ার সমর্থনে নির্বাচনী সভা করলেন দলনেত্রী। মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে তাঁর ‘লড়াকু’ মানসিকতার প্রশংসা করলেন মমতা। তোপ দাগলেন মোদির বিরুদ্ধে। বললেন, ‘‘কাল আবার মিথ্যা বলতে আসছেন মহুয়ার এখানে। কারণ, মহুয়াকে নিয়ে ওঁদের খুব জ্বালা। মহুয়া যে মুখের উপর কথা বলে দেয়। ভয় পায় না। মহুয়া বাঘের বাচ্চার মতো লড়াই করে। ও সবাইকে বলে দিয়েছিল দেশে কী চলছে। তাতে কী রাগ। আসলে কেঁচো খুঁড়তে গেলে তো দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে।’’

Advertisement

[আরও পড়ুন: নুসরত জাহানের বুকে লেখা কার নাম? বোতাম খোলা শার্টের ফাঁক থেকেই দিল উঁকি, খেলেন খোঁটাও!]

মহুয়ার সাংসদ পদ বাতিল প্রসঙ্গেও একহাত নেন মমতা। তাঁর তোপ, ‘‘মহুয়াকে ভয় পায় বলে ওকে ওরা তাড়িয়ে দিয়েছে। কিন্তু পার্লামেন্ট থেকে তাড়ালেও মানুষের মন থেকে তাড়াতে পারেনি। আপনারা আবার ভোট দিয়ে ওকে জেতান। ও আবার সংসদে আপনাদের হয়ে লড়বে।’’ এদিনের নির্বাচনী প্রচার সভার মঞ্চ থেকে আরও একবার মমতার গলায় কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু শোনা যায়। তাঁর কটাক্ষ, ‘‘কী বলতে আসবেন আপনি? ১০০ দিনের টাকা তো দেননি। পাকা বাড়ির টাকা দেননি, রাস্তার টাকা দেননি। রেশন বিনামূল্যে দেননি। রোজ মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। সাধারণ মানুষ মিথ্যা বললে লজ্জা পান। কান ধরতে হয় তাঁদের। আর মিথ্যা বললে মোদিকে পুজো করতে হয়।’’ মোদি গ্যারান্টিকে ‘ঝুটা’ বলেও তোপ দাগেন তিনি। বলে রাখা ভালো, এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দিকে নজর রয়েছে সকলের। আগামিকাল ওই কেন্দ্রে দাঁড়িয়ে জনসভার মঞ্চ থেকে কী বলেন মোদি, সেদিকেই নজর সকলের।

[আরও পড়ুন: জীবনে কোনওদিন দ্বিতীয় হয়নি, মাধ্যমিকে কোন স্থানে হুগলির ‘বিস্ময় বালক’ তপজ্যোতি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement