সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কেউ ছাড় পাবে না। উলটে ঝুলিয়ে সোজা করা হবে।’ ভূপতিনগর কাণ্ড নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে এই কথাগুলিই ব্যবহার করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শাহের সেই হুঁশিয়ারি নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, বিচারব্যবস্থার ঊর্ধ্বে উঠে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি এ কথা বলতে পারেন? সেই প্রশ্নই এবার তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দিনহাটার সভা থেকে মমতা বললেন,”বাংলায় এস বড় হোম মিনিস্টার বলে গিয়েছেন, উলটে ঝুলিয়ে দেওয়া হবে। বলুন তো একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এ কথা শোভা পায়? কি মিডিয়ার বন্ধুরা, এ ব্যাপারে কিছু বলবেন না?” এখানেই শেষ নয়, শাহের বাংলা উচ্চারণের ভুল নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মমতা (Mamata Banerjee)। তৃণমূল নেত্রীর কটাক্ষ, “বুনিয়াদপুরকে বলছে বেলুরঘাট। অন্তত বালুরঘাট বল। বুনিয়াদপুর বালুরঘাট আলাদা। নামটাও ঠিক করে জানে না।”
শাহকে আক্রমণ করলেও দিনহাটার সভায় মমতার নিশানায় ছিলেন মূলত শাহের ডেপুটি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিক (Nishith Pramanik)। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথকে ‘কচি হোম মিনিস্টার’ বলে তোপ দেগে মমতা বলে দিলেন, “আমরা একটা প্রার্থী দিয়েছি। ভদ্রলোক। আর বিজেপির প্রার্থী একজন গুন্ডা। মা-বোনেদের সম্মানহানি করে, এনআইএকে দিয়ে মা-বোনেদের অসম্মান করে, সিবিআইকে দিয়ে মানুষকে হেনস্তা করে, সংখ্যালঘু-রাজবংশীদের ভয় দেখায়। আর কোটি কোটি টাকার ডিল করে।”
মমতা বলছেন, “খবর আমিও রাখি। দানব দস্যু, কত কেস আছে তাঁর বিরুদ্ধে, বিএসএফ, স্থানীয় পুলিশের একাংশ আর চোরাকারবারিদের একাংশের সঙ্গে সম্পর্ক রেখে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.