Advertisement
Advertisement
Lok Sabha 2024

এক আসনে লড়েও অভিযোগে শীর্ষে সিপিএম, নেপথ্যে ‘মরিয়া’ সেলিম

তৃতীয় দফায় সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে মুর্শিদাবাদেই।

Lok Sabha 2024: CPM lodges maximum complaint to EC
Published by: Subhajit Mandal
  • Posted:May 7, 2024 7:33 pm
  • Updated:May 7, 2024 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় দফায় রাজ্যে নির্বাচন (Lok Sabha 2024) হল চার আসনে। যার মধ্যে সিপিএম তথা বামফ্রন্ট লড়ছে মাত্র একটি আসনে। অথচ এই এক আসনে লড়েই নির্বাচন কমিশনে দায়ের হওয়া অভিযোগের নিরিখে শীর্ষে সিপিএম (CPIM)। তৃণমূল এবং বিজেপি লড়েছে ৪ আসনেই। কংগ্রেস লড়েছে ৩ আসনে। অথচ, সবাইকে টপকে অভিযোগ দায়ের করার নিরিখে শীর্ষে সিপিএম।

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় চার কেন্দ্র মিলিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে মোট ৪৩৩টি অভিযোগ জমা পড়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত দলগত ভাবে অভিযোগ জমা পড়েছে ২১৭টি। যার মধ্যে সিপিএমের অভিযোগ সব থেকে বেশি, ১৫৩টি। কংগ্রেস ২৫টি, তৃণমূল ১৭টি এবং বিজেপি ১০টি নালিশ করেছে নির্বাচন কমিশনের কাছে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সিএম‌এস পোর্টালে, ২৫৩টি। এনজিআর‌এস-এ ১২৭টি। সি-ভিজিল অ্যাপে ৫৩টি অভিযোগ পড়েছে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার মহিলার দেহ! যোগীরাজ্যে চাঞ্চল্য]

সব মিলিয়ে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মুর্শিদাবাদ কেন্দ্রে। যেখানে লড়ছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Selim)। ৪৩৩টি অভিযোগের মধ্যে ৩০৩টিই মুর্শিদাবাদের। এর বেশিরভাগই সিপিএমের করা। কমিশন জানিয়েছে, এদিন ভোটে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটাই উল্লেখযোগ্য ঘটনা সেটাও মুর্শিদাবাদে। সেখানে সেলিমই একজন ভুয়ো বুথ এজেন্টকে ধরেন।

[আরও পড়ুন: টাইটানের শেয়ারে বিরাট ধসের জের, একদিনে ৮০০ কোটি খোয়ালেন রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী]

এমনিতে মুর্শিদাবাদ ভোটের ক্ষেত্রে বরাবর উত্তেজনাপূর্ণ। তবে এবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রার্থী হওয়ায় ওই কেন্দ্রে নয়া মাত্রা যোগ হয়েছে। শূন্যের গেরো কাটানোর লক্ষ্যে মুর্শিদাবাদকেই নিজেদের সেরা বাজি বলে মনে করছে বামেরা। সেকারণেই ভোটের দিন সকাল থেকে হরিহরপাড়া, ডোমকল, রানিনগরে দাপিয়ে বেড়ালেন সেলিম। তাঁকে বাধার মুখেও পড়তে হল। কোথাও শুনতে হল গো ব্যাক স্লোগানও। সব মিলিয়ে সেলিমের মরিয়া মনোভাবই তৃতীয় দফার নির্বাচনে অভিযোগের শীর্ষে নিয়ে চলে এল সিপিএমকে। ভোটের ফলে তিনি শীর্ষে আসবেন কী? বামেরা বলছেন, তৃণমূল স্তরে প্রতিরোধ হয়েছে। ফল মিলবেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement