Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না! কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের, ভাইরাল অডিও

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুরো বিষয়টিকেই তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন।

Lok Sabha 2024: Ashim Sarkar trains gun at Shantanu Thakur! Audio clip goes viral
Published by: Subhajit Mandal
  • Posted:March 19, 2024 11:41 pm
  • Updated:March 19, 2024 11:41 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন প্রবল হচ্ছে বনগাঁ বিজেপির গোষ্ঠী কোন্দল। এবার ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে (Shantanu Thakur) অকথ্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার। হরিনঘাটার বিধায়কের একটি অডিও ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ক্লিপ ঘিরে তোলপাড় বনগাঁর রাজনীতি।

কী আছে সেই ক্লিপে? ওই অডিও ক্লিপে হরিনঘাটার বিজেপি (BJP) বিধায়ককে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর। শুধু তাই নয়, রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজ করেছেন হরিনঘাটার বিধায়ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন,”বাগদা, হেলেঞ্চা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে, তাঁদের আমি বলে দিয়েছি, শান্তনুকে কেউ ভোট দিবি না।” এই অডিওর সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি। তবে এই অডিও যদি সত্যি হয়, তাহলে যেভাবে দলের সাংসদ তথা প্রার্থীর বিরোধিতা করছেন অসীম সরকার (Asim Sarkar), সেটা লোকসভার আগে বিজেপির বড় অস্বস্তির কারণ হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: একা বিজেপিই ৭,০০০ কোটি! সব বিরোধী মিলিয়ে ৬২০০ কোটি, প্রকাশ্যে নির্বাচনী বন্ডের আয়]

যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুরো বিষয়টিকেই তৃণমূলের (TMC) কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, ওই অডিও তৃণমূলের তৈরি। ভোটে হার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমূল। শাসকদলের প্রার্থী তথা বাগদার বিধায়ক বিশ্বজিত দাসকে কেউ ভোট দেবে না, সেটা জেনেই এসব পন্থা বের করছে তারা।

[আরও পড়ুন: ‘হাতের সঙ্গে পা-ও চলবে, মারলে আওয়াজ হবে’, লোকসভার আগে ফের চাঁচাছোলা দিলীপ]

স্থানীয়রা অবশ্য বলছেন, বনগাঁয় বিজেপির কোন্দল একেবারে নতুন কিছু নয়। ওই এলাকায় বিজেপি কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক দিকে আছেন শান্তনু ঠাকুর। অন্য দিকে অসীম সরকার, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ারা। দেবদাস মণ্ডলরা যতই অস্বস্তি চাপা দেওয়ার চেষ্টা করুন, লোকসভার (Lok Sabha 2024) আগে এই অডিও চাপ বাড়াবে গেরুয়া শিবিরের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement