Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

বনগাঁর সভায় নামবিভ্রাট শাহের, কুন্তল হলেন কুণাল! পালটা কী বললেন তৃণমূলের তারকা প্রচারক?

শাহের এই নামবিভ্রাটের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে পালটা কটাক্ষ করেছে তৃণমূল।

Lok Sabha 2024: Amit Shah mixes up names, here is what Kunal Ghosh says
Published by: Subhajit Mandal
  • Posted:May 14, 2024 10:19 pm
  • Updated:May 14, 2024 10:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুন্তল ঘোষ হয়ে গেলেন কুণাল ঘোষ। তাপস মণ্ডল হলেন তাপস পাল। দলপতি হয়ে গেলেন কুলপতি! বনগাঁর সভায় একের পর এক নামবিভ্রাট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের তোপ দাগতে গিয়ে একের পর এমন নাম বলে বসলেন, যারা হয় বেঁচে নেই, নয় এই মামলায় জড়িত নন, নতুবা অস্তিত্বহীন।

মঙ্গলবার বনগাঁর সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গোটা দেশ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে এগিয়ে চলেছে, তখন পিছিয়ে পড়ছে বাংলা। কারণ এখানকার দুর্নীতি। এখানে সিন্ডিকেট রাজ চলছে, ভাইপোর গুন্ডাদের রাজত্ব চলছে, কাটমানির রাজ চলছে, অনুপ্রবেশকারীদের রাজত্ব চলছে। এসব মমতা দিদি থামাতে পারবেন না।” এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী বলে বসেন, “এই অনুব্রত মণ্ডল, এই কুণাল ঘোষ (Kunal Ghosh), তাপস পাল, কে এক কুলপতি, এরা সব কেউ নিয়োগ দুর্নীতির মামলা, কেউ গরু পাচার মামলা, কেউ কয়লা পাচার মামলায় জেলে গিয়েছেন।”

Advertisement

[আরও পড়ুন: ‘মানবিকতা সংকটে, বন্ধ হোক এ রক্তের হোলি’, রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনের পাশে ভারত]

ঘটনাচক্রে শাহ যাঁদের নাম বলেছেন তাঁদের মধ্যে অনুব্রত ছাড়া বাকিরা কেউ এই দুর্নীতি মামলাগুলিতে অভিযুক্ত নন। কুণাল ঘোষ কোনও মামলায় অভিযুক্ত নন। সম্ভবত কুন্তল ঘোষ বলতে গিয়ে শাহ কুণাল ঘোষ বলেছেন। আবার তাপস পাল প্রয়াত। সম্ভবত তাপস মণ্ডলের নাম বলতে গিয়ে তাপস পাল বলেছেন তিনি। আর গোপাল দলপতি নামের এক এজেন্টের নাম বলতে গিয়ে শাহ বলে ফেলেছেন, ‘কোনও এক কুলপতি।’

[আরও পড়ুন: ফের দিল্লির হাসপাতালে বোমাতঙ্ক, যুদ্ধকালীন তৎপরতায় শুরু তল্লাশি অভিযান]

শাহের এই নামবিভ্রাটের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে পালটা কটাক্ষ করেছে তৃণমূল। শাসকদলের তারকা প্রচারক কুণাল ঘোষ স্বয়ং বলছেন, “অমিত শাহের মাথায় সারা ক্ষণ আমার নামটা ঘুরছে, তাই বলে ফেলেছেন।” বিজেপি আবার বলছে, ওই রকম ভুল হতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement