(বাঁদিকে) লকেট চট্টোপাধ্যায় এবং (ডানদিকে) রচনা বন্দ্যোপাধ্যায়
সুমন করাতি, হুগলি: রামনবমীতে লকেটের মুখে মমতার কথা। তাঁর প্রতিদ্বন্দ্বী হুগলির তৃণমূল প্রার্থী রচনাকে জবাব দিতে গিয়ে তৃণমূল নেত্রীর কথাকে হাতিয়ার করলেন বিজেপি প্রার্থী। তিনি বললেন, “ধর্ম যার যার, উৎসব সবার।”
বুধবার সকালে রাম নবমীর দিন ভদ্রেশ্বরের হনুমান মন্দিরে পুজো দেন রচনা। মন্দির থেকে বেরিয়ে তিনি বলেন, “ভগবান শ্রীরামচন্দ্র, লক্ষণ, সীতা, হনুমান, এরা আমাদের অন্তরে রয়েছেন, তারা আবার কবে থেকে বিজেপির হল?” রচনা আরও বলেন, “আমি বিভিন্ন দেবালয়ে ঘুরে ঘুরে পুজো দিয়ে প্রচার শুরু করছি। নানা ভাষা, নানা মত, নানা ধর্মের দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমরা সমস্ত দেবদেবীর পুজো করি। তাঁদের মধ্যে রাম, লক্ষণও রয়েছে। আজ রামনবমী। যেখানে যেখানে রামের পুজো হচ্ছে, আমি সেখানে গিয়েই ভগবান রামচন্দ্রের আশীর্বাদ প্রার্থনা করছি।”
এদিকে, এদিন চুঁচুড়ার কাপাসডাঙায় হিন্দু জাগরণ মঞ্চ রামনবমী উপলক্ষে রামপুজো করেন। বুধবার তাতে যোগ দেন হুগলির বিদায়ী সাংসদ তথা বর্তমান প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বলেন, ‘‘রামনবমীর উৎসবে এবার আবেগ অনেক বেশি। কারণ, পাঁচশো বছর পর অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হয়েছে। বাংলায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকেন। ধর্ম যার যার, উৎসব সবার।” বলে রাখা ভালো, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেছেন।
এর পরই মমতার কোচবিহারের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে লকেট আরও বলেন, “উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) দাঙ্গার দিন বলে রামকে অপমান করেছেন। আমার মনে হয়, উনি যেটা বলেছেন, সেটা তাঁর প্রত্যাহার করা উচিত। বিভেদ সৃষ্টি করে ভোটের ফয়দা তুলতে চাইছেন। এতে কোনও লাভ হবে না। মানুষ তাঁকে প্রত্যাখ্যান করবেন।’’ এই ইস্যুতে মমতার বিরুদ্ধে ইতিমধ্যেই মেদিনীপুরের কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.