বাবুল হক, মালদহ: ফের শালীনতার মাত্রা ছাড়ালেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ এবার সরাসরি ‘পিষে মারা’র হুমকি দিয়ে বিতর্কে বিজেপি নেত্রী৷ শনিবার মালদহে বিরোধীদের ‘খুনে’র হুমকি দিয়ে বলেন, ‘‘গণতন্ত্র বাঁচাও যাত্রার রথ আটকাতে গেলে পিষে মারা হবে৷’’
[ভাইফোঁটার রাতে বোনের শ্লীলতাহানি রুখতে গিয়ে আক্রান্ত দাদা]
এদিন রথযাত্রার প্রস্তুতি হিসাবে মালদহে যান বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ এদিন ১১টি জেলার নেত্রীদের নিয়ে রথযাত্রার প্রস্তুতি বৈঠক করেন৷ পরে সাংবাদিকদের মুখোমুখিতে তিনি জানান, আগামী ৭ ডিসেম্বর থেকে কোচবিহার থেকে তারাপীঠ ও গঙ্গাসাগর থেকে তিনটি রথযাত্রা শুরু হবে৷ প্রতিটি রথেই থাকবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘এ রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও নারী নির্যাতনের হার সব থেকে বেশি৷ সাধারণ মানুষ থেকে নিরীহ মহিলারা অত্যাচারের শিকার হচ্ছেন।’’ তিনি আরও বলেন, ‘‘নারী নির্যাতন বন্ধ করতে ও এ রাজ্যে গণতন্ত্র ফেরাতে যাত্রা করছে বিজেপি।’’
[অচলাবস্থা কাটল দাড়িভিটে, স্কুলের গেটের চাবি খুললেন মহকুমা শাসক]
ইতিমধ্যেই এই রথযাত্রা রোখার ইঙ্গিত দিয়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। সেই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘রথযাত্রা হবে সাধারণ মানুষের সমর্থনে। সাধারণ মানুষ রথযাত্রায় অংশগ্রহণ করবেন। সেই রথযাত্রা যদি কেউ আটকানোর চেষ্টা করে তবে সেই রথের চাকার পিষে মারা হবে তাদের।’’ বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
[জাতীয় সড়কে দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.