সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কে কাঁপছে গোটা পৃথিবী। এর মাঝেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, সাফাইকর্মী-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষরা। পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের পাশে এসে দাঁড়াচ্ছেন বিভিন্ন শিল্পপতি এবং ব্যবসায়ীরাও। এই পরিস্থিতিতে পিছিয়ে থাকলেন না হুগলির সাংসদ ও রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। করোনা ভাইরাসের মোকাবিলা ও আক্রান্তের চিকিৎসার জন্য নিজের সাংসদ কোটা থেকে হুগলির জেলাশাসকের হাতে এক কোটি টাকা তুলে দিলেন তিনি। মঙ্গলবার সকালেই হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাওকে এই কথা জানিয়ে একটি মেলও পাঠিয়ে দিয়েছেন তিনি। এই কথা জানাজানি হতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন নেটিজেনরা।
এপ্রসঙ্গে একটি ভিডিও বার্তায় লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘আজকে আমি ভিডিও কলের মাধ্যমে একটি জিনিস জানানোর জন্য এসেছি। আমি আমার সাংসদ কোটা থেকে এক কোটি টাকা জেলা প্রশাসনকে দিয়েছি। আমি জানি না কখন, কোন জায়গায় কার সবথেকে বেশি এটা দরকার হবে। এটা পুরোপুরি জেলা প্রশাসনের হাতেই ছেড়ে দিলাম। এই মুহূর্তে আমি পুরোপুরি জেলা প্রশাসনের সঙ্গে আছি। সব থেকে বড় কথা হল, আমার হুগলি এলাকায় যেসমস্ত গরীব ও শ্রমজীবী মানুষ আছে তাঁদের কথা আমার মতো সবাই ভাবুন। তাঁরা যেন সঠিকভাবে খাবার ও চিকিৎসা পান। আমি যে টাকা দিয়েছি তা জেলা প্রশাসন আক্রান্তদের জন্য হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, অ্যাম্বুল্যান্স কেনা বা মাস্ক বিলি, যেকোনও কিছুর জন্য খরচ করতে পারেন। জেলাশাসক যেখানে ভাল মনে করবেন, সেখানেই এই টাকা কাজে লাগাতে পারেন। পাশাপাশি সবাইকে বলব। এই পরিস্থিতির মধ্যে সুস্থ থাকুন। কোনওভাবেই বাড়ির বাইরে বের হবেন না। আপনাদের সুস্থতা কামনা করি।’
হুগলির সাংসদের মতো করোনা মোকাবিলা ও আক্রান্তদের চিকিৎসার জন্য পুরুলিয়ার জেলাশাসককে ৫০ লক্ষ টাকা দিয়েছেন স্থানীয় বিজেপি সাংসদ জ্যোর্তিময় মাহাতোও। এই বিষয়টি জেলাশাসককে একটি চিঠিও দিয়েছেন তিনি। প্রয়োজনে আরও সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.