মণিশঙ্কর চৌধুরী ও সৌম্য মুখোপাধ্যায়, ধনেখালি: পঞ্চম দফা নির্বাচনের দিন সকাল থেকেই উত্তপ্ত হুগলির ধনেখালি। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ। এবার ধনেখালির মহদিপুরে ১৫৯ নম্বর বুথে ইভিএম ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, লকেটের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটিয়েছে তারা। এদিকে লকেটের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ অভিযোগ জানিয়েছেন তিনি। এও বলেছেন, ঘটনার প্রতিবাদে জেলাশাসকের অফিসে ধরনায় বসবেন। এছাড়া জেলার প্রায় ১০০টি বুথে ছাপ্পা ভোটের প্রতিবাদে পুনর্নির্বাচনের দাবিও তুলেছেন তিনি।
পঞ্চম দফা ভোটের দিন ইভিএম ভাঙচুরের ঘটনা এই প্রথম। অভিযোগ, ধনেখালির ১৫৯ নম্বর বুথে দুপুরে খাওয়াদাওয়া সারছিলেন ভোটকর্মীরা। তখনই সেখানে ‘ভিজিট’ করতে আসেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, শাসকদলের কর্মীরা সেখানে ভোটকর্মীরা খাওয়াচ্ছিলেন। আর সেই ফাঁকে দেদার ছাপ্পাভোট চালাচ্ছিল শাসকদলের বাকি কর্মীরা। বিজেপির বক্তব্য, এই ঘটনারই প্রতিবাদ করেন লকেট। ভোটকর্মীদের বলেন, ভোটের কাজে তাঁদের ডাকা হয়েছে। আর তাঁরা ‘মাংস-ভাত খাচ্ছেন’? বিজেপির অভিযোগ, এরপরই মারমুখী হয়ে ওঠেন তৃণমূলের কর্মীরা। তাঁদের নেত্রীর উপর হামলা চালানো হয়। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। তাঁর গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ।
[ আরও পড়ুন: ভাড়া বৃদ্ধির দাবিতে একজোট পুরনো বাড়ির মালিকরা, ভোট যাবে নোটায় ]
তবে শাসকদল একথা মানতে নারাজ। তাদের অভিযোগ, বিজেপি বুথে ঢুকে ভাঙচুর চালায়। ইভিএম ভেঙে ফেলে তারা। লকেট চট্টোপাধ্যায়ও তাঁদের সঙ্গে ছিলেন। এই ঘটনার বিরোধিতা করে তারা। এই ঘটনাকে কেন্দ্র করে বুথের ভিতর তৈরি হয় উত্তেজনা। এর রেশ এসে পড়ে সাংবাদিকদের উপর। ঘটনায় আক্রান্ত হন ‘সংবাদ প্রতিদিন’-এর সাংবাদিক নব্যেন্দু হাজরা ও রাজীব দে। শাসকদলের বিরুদ্ধেই উঠছে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ।
গোটা ঘটনাটি নিয়ে ধনেখালি থানায় অভিযোগ জানান লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, জেলার প্রায় কয়েকশো বুথে ঠিকভাবে ভোটগ্রহণ হয়নি। বাদ সেধেছে তৃণমূল কংগ্রেস। ধনেখালি থানায় ওসি ছিলেন না। তাই তিনি জেলাশাসকের অফিসে যাবেন। সেখানে ধরনার বসার কথাও জানান লকেট। এও বলেন, এই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানাবেন তাঁরা।
[ আরও পড়ুন: মদ্যপ সিআরপিএফ জওয়ানের হাতে ‘আক্রান্ত’ প্রসূন, থানায় অভিযোগ দায়ের ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.