Advertisement
Advertisement

বিজেপির বনধে সাড়া মিলল না, দুর্গাপুরে গ্রেপ্তার লকেট-সায়ন্তন

দেখুন ভিডিও।

Locket chatterjee arrested
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 11, 2018 5:00 pm
  • Updated:December 11, 2018 5:00 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দলের কর্মীকে খুনের প্রতিবাদে বিজেপির বনধে একেবারেই সাড়া মিলল না। দোকান-বাজার-স্কুল-কলেজ সবই খোলা ছিল শিল্পশহর দুর্গাপুরে। বেনাচিতি বাজারে মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আইন-শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় শাসকদলের স্থানীয় এক পঞ্চায়েত সদস্য-সহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[ মিটিং সেরে ফেরার পথে খুন বিজেপি কর্মী, চাঞ্চল্য দুর্গাপুরে]

Advertisement

রবিবার রাতে দুর্গাপুরের কাঁকসায় বিজেপি বুথ কমিটির মিটিং ছিল। দলের কর্মীদের অভিযোগ, মিটিং সেরে ফেরার পথে রূপগঞ্জে লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায় শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মী সন্দীপ ঘোষকে বাইক থেকে নামিয়ে খুব কাছ থেকে গুলি করা হয়। মারধর করা হয় তাঁর সঙ্গী জয়দীপ বন্দ্যোপাধ্যায়কেও। হাসপাতালে নিয়ে গেলে সন্দীপকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর জখম জয়দীপ ভরতি হাসপাতালে। নিহত সন্দীপ ঘোষ কাঁকসা ব্লকের ১২১ নম্বর বুথের সভাপতি ছিলেন। দুর্গাপুরের মাইকেল মধুসূদন দত্ত কলেজে পড়তেন তিনি।

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দলের বুথ সভাপতিকে খুনের প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুরে বনধ ডেকেছিল বিজেপি। কিন্তু, বনধে কোনও প্রভাবই পড়ল না শহরে। বেনাচিতি বাজারে মিছিল বের করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। মিছিলে যোগ দিয়েছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ও নেতা সায়ন্তন বসু। পুলিশ বাধা দিলে দলের কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন লকেট ও সায়ন্তন। প্রথমে বুঝিয়ে-সুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে পিুলিশ। কিন্তু, তাতে কাজ হয়নি। শেষপর্যন্ত আইন-শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লকেট চট্টোপাধ্যায় ও সায়ন্তন বসুকে গ্রেপ্তার করে পুলিশ।

দেখুন ভিডিও:

 

ছবি ও ভিডিও: উদয়ন গুহরায়

[ পর্যটনে জোয়ার আনতে রবীন্দ্রনাথের স্মৃতিতে সংরক্ষণশালা তৈরির ভাবনা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement