Advertisement
Advertisement

Breaking News

Prophet Row

Prophet Row: পয়গম্বর বিতর্ক: এবার অশান্তির আঁচ নদিয়ায়, ট্রেনে ব্যাপক ভাঙচুর, ব্যাহত পরিষেবা

বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দূরপাল্লার ট্রেন।

Locals vandalised train at Shantipur, unrest arised of Prophet Mohammad Row | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 12, 2022 7:25 pm
  • Updated:June 12, 2022 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের জের। এবার তীব্র উত্তেজনা ছড়াল নদিয়ায় (Nadia)। বেথুয়াডহরি স্টেশনে রানাঘাট-লালগোলা মেমুতে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। প্রাণ বাঁচাতে এলোপাথাড়ি ছোটেন যাত্রীরা। ঘটনার জেরে আপাতত আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। এই ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে।

হজরত মহম্মদ ইস্যুতে তোলপাড় বাংলা। গত কয়েকদিন ধরে হাওড়ায় (Howrah) চলছে বিক্ষোভ-অবরোধ। রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। রবিবার সন্ধেয় এই ইস্যুতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল নদিয়ার বেথুয়াডহরি থানার কাছে। কয়েকহাজার মানুষের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। সেখান থেকেই ইট -পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। এরপর বিক্ষুদ্ধরা চলে যায় বেথুয়াডহরি স্টেশনে। সেই সময় রানাঘাট-লালগোলা মেমু স্টেশনেই ছিল। অভিযোগ, তখনই বিক্ষোভকারী চড়াও হয় ট্রেনে। ব্যাপক ভাঙচুর শুরু হয়।ট্রেনের ভিতরে ঢুকেও চলে ভাঙচুর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় বেথুয়াডহরি স্টেশনে। এরপর ধুবুলিয়া স্টেশনেও চলে তাণ্ডব। 

Advertisement

[আরও পড়ুন: হজরত মহম্মদ বিতর্ক: এবার অশান্তির আঁচ নদিয়ায়, ট্রেনে ব্যাপক ভাঙচুর, ব্যাহত পরিষেবা]

এই অশান্তির জেরে বন্ধ হয়ে গিয়েছে আপ লাইনে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে বহু ট্রেন। এই অশান্তির জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, পুলিশের তরফে ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। বিধায়ক কল্লোল খাঁ এ বিষয়ে বলেন, “এদিন বিকেল থেকে বিক্ষোভ চলছিল। পরবর্তীতে ব্যাপক আকার নেয়। পুলিশ সামাল দিতে পারছিল না। দীর্ঘক্ষণের চেষ্টায় অনেকটা আয়ত্তে এসেছে পরিস্থিতি।” 

উল্লেখ্য, হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নুপূর শর্মা (Nupur Sharma) বিতর্কিত মন্তব্য করেন। ২০টি দেশ এই মন্তব্যের সমালোচনায় সরব। তার আঁচেই উত্তপ্ত বাংলাও। গত বৃহস্পতিবার থেকে হাওড়ার বিভিন্ন প্রান্তে উত্তেজনা জারি রয়েছে। ওইদিন একটানা প্রায় এগারো ঘণ্টা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে। অবরোধের জেরে জাতীয় সড়কে কার্যত গাড়ির লাইন লেগে যায়। শুক্রবারও ধূলাগড় ও উলুবেড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ হয়। পুলিশ কিয়স্কে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। শনিবার হাওড়া, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। সেই আঁচ এবার নদিয়ায়।

[আরও পড়ুন: ‘নিশ্চয়ই দাঙ্গা লাগাতে গিয়েছিল’, হাওড়া যাওয়ার পথে শুভেন্দুকে পুলিশি বাধা নিয়ে তোপ দেবাংশুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement