বাবূুল হক, মালদহ: বাড়িতে নাকি ‘ভূত’ রয়েছে। এমন অপবাদ দিয়ে সেই বাড়ির পাঁচ সদস্যকে মারধর করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের একাংশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচোল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বলরামপুর গ্রামে। আক্রান্ত পরিবারের তরফে চাঁচোল থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় অভিযুক্তরা কেউ ধরা পড়েনি। ঘটনার নেপথ্যে ‘ভূত’ রয়েছে কি না, সেবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি চাঁচোলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলরামপুর গ্রামে সপরিবারে দীর্ঘদিন ধরে বসবাস করেন পেশায় শ্রমিক নরসিংহ চৌধুরি। সম্প্রতি কয়েকজন প্রতিবেশী অভিযোগ তোলেন, তাঁর বাড়িতে নাকি ‘ভূত’ রয়েছে। নরসিংহবাবুকে গুনিন-ওঝা ডেকে এনে নিজের খরচায় সেই ‘ভূত’ তাড়াতে হবে বলে স্থানীয়দের একাংশ নিদান দেয়। কিন্তু সেই নিদান মেনে নেননি নরসিংহ চৌধুরী। আর তার জেরেই রবিবার রাতে প্রতিবেশী মিঠুন চৌধুরি, লাল চৌধুরি, পবন চৌধুরি-সহ বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায়। অভিযোগ, নরসিংহবাবু, তাঁর স্ত্রী শীতলা চৌধুরি ও ছেলে ভরত-সহ পরিবারের পাঁচ সদস্যকে বেধড়ক মারধর করে হামলাকারীরা। গ্রামেরই কিছু মানুষ ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করেন। আহত নরসিংহবাবু-সহ পরিবারের পাঁচ সদস্য চিকিৎসার জন্য চাঁচোল মহকুমা হাসপাতালে যান। সেখান থেকে চিকিৎসার পর সোমবার তাঁরা গ্রামে ফিরে দেখেন তাঁদের বাড়িটি পুড়িয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার তিনি চাঁচোল থানায় অভিযোগ দায়ের করেন। পুরনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের। চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা সরকার বলেন, “আমরা অসহায় পরিবারটিকে ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছি। ভূত-প্রেত নিয়ে কিছু বলতে পারব না। পুলিশ তদন্ত করছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.