Advertisement
Advertisement

আন্ডারপাসের দাবিতে রানাঘাট স্টেশনে অবরোধ, অফিস টাইমে বিপাকে নিত্যযাত্রীরা

অফিস টাইমে অবরোধ চলল প্রায় তিন ঘণ্টা৷

Locals observe rail roko at Ranaghat for a underpass
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 4, 2018 1:48 pm
  • Updated:August 4, 2018 1:48 pm  

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: যান চলাচলের জন্য আন্ডারপাসের দাবিতে রানাঘাট স্টেশনে অবরোধ৷ শনিবার অফিস টাইমে শিয়ালদহ মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল৷ দুর্ভোগের একশেষ নিত্যযাত্রীদের৷ সকাল পৌনে ন’টা থেকে বেলা বারোটা পর্যন্ত চলে অবরোধ৷ শেষ খবর অনুযায়ী, অবরোধে উঠলেও এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা৷

[ সেক্রেটারি স্যরের মেয়ের বিয়ে! ছুটি দিয়ে নিমন্ত্রণ রক্ষায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা]

Advertisement

শিয়ালহ মেন লাইনে জংশন স্টেশন রানাঘাট৷ এই স্টেশন দিয়ে শিয়ালদহ থেকে গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ-সহ একাধিক শাখার ট্রেন চলে৷ শহরের চাবিঘাট এলাকায় রেলগেটটিতে দিনভর যানজট লেগেই থাকে৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, চাবিঘাট এলাকার রেলগেট পার হওয়ার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়৷ আটকে পড়ে যানবাহন, এমনকী অ্যাম্বুল্যান্সও৷ অনেকেই অধৈর্য্য হয়ে পড়েন৷ লেভেল ক্রসিংয়ের নিচ দিয়ে রেললাইনে পেরোতে গিয়ে বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে৷ তাই রানাঘাটের চাবিঘাট এলাকায় অ্যাম্বুল্যান্স-সহ যানবাহন চলাচলের জন্য একটি আন্ডারপাস তৈরির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু, প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ৷ আন্ডারপাস তৈরির দাবিতে রীতিমতো কমিটি গড়ে আন্দোলনে নেমেছেন রানাঘাটের শহরের বাসিন্দারা৷

শনিবার সকালে পৌনে ন’টা থেকে রানাঘাটে স্টেশনে অবরোধ শুরু করেন মোটরেবল আন্ডারপাস কমিটির সদস্যরা৷ প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে অবরোধ৷ অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহত হয় শিয়ালদহ মেন লাইনে৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে লোকাল ট্রেন৷ দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা৷ শেষপর্যন্ত বেলা বারোটা নাগাদ রেলের আশ্বাসে অবরোধ ওঠে৷ তবে শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানা গিয়েছে৷  

ছবি: সুজিত মণ্ডল

[ভারসাম্যহীন প্রধান শিক্ষিকার জন্য বন্ধ পড়াশোনা, শিক্ষকদের স্কুলবন্দি করল গ্রামবাসীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement