Advertisement
Advertisement
আলিপুরদুয়ার

ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র আলিপুরদুয়ারের চা-বাগান

জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ।

Locals clash with police in Alipurduar over dumping ground
Published by: Paramita Paul
  • Posted:December 4, 2019 4:25 pm
  • Updated:December 4, 2019 4:26 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: ডাম্পিং গ্রাউন্ড প্রকল্পে বাধা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র মাঝেরডাবরি চা-বাগান। ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে পরিত্যক্ত জমি অধিগ্রহণ করা হয়েছিল। শুরু হয়েছিল পাঁচিল দিয়ে ঘেরার কাজও। কিন্তু তাতে সায় ছিল না এলাকাবাসীর। তাঁদের অভিযোগ, এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হলে দূষণ ছড়াবে। আর তাই বুধবার সকালে ঠিকাদারের অফিসে চড়াও হয় এলাকাবাসীরা। চলে ভাঙচুর, মারধর। সেখানেই পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশও। পরে জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসী। ফলে ব্যাপক যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

[ আরও পড়ুন : শত্রুর মোকাবিলায় তৈরি সেনাবাহিনী, সংসদে বিরোধীদের জবাব রাজনাথের]    

জানা গিয়েছে, পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য মাঝেরডাবরি চা-বাগানের পরিত্যক্ত জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। সীমানা ঘিরতে পাঁচিল দেওয়ার কাজও শুরু করেন বরাত পাওয়া ঠিকাদার। কিন্তু ওই প্রকল্পে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। তাঁদের রাজি করাতে দু’পক্ষের বৈঠকও হয়। কিন্তু সেই বৈঠকও ভেস্তে যায়। এরপরই বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement

[ আরও পড়ুন : ফাঁকা কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল, অভ্যর্থনা তো দূর মিলল না বসার চেয়ারও] 

গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং গ্রাউন্ড হলে দূষণ ছড়াবে। দুর্গন্ধে এলাকায় টেকা যাবে না। বুধবার সকাল স্থানীয় বাসিন্দারা ঠিকাদারের অফিসে চড়াও হলে উত্তেজনা ছড়ায়। সকাল ন’টা থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় পুলিশ বাহিনী।এরপরে আরও উত্তপ্ত হয়ে ওঠে মাঝের ডাবরি এলাকা। ঠিক তখনই পুলিশের উপর ইটবৃষ্টি শুরু করে স্থানীয়রা। এমনকী তির ছোঁড়ারও অভিযোগ ওঠে উত্তেজিত জনতার বিরুদ্ধে। জখম হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।

পুলিশের তাড়া খেয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেন উন্মত্ত জনতা। মাঝেরডাবরির ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। বেলা ১২টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement