Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Polls 2024

ভোটে প্রচুর খরচ, ‘দাদা’কে ভালোবেসে ছাগল বিক্রির টাকা দিলেন গৃহবধূরা, আপ্লুত অধীর

এহেন অর্থসাহায্য পেয়ে কী বললেন অধীর?

Local women contributed to Adhir Chowdhury ahead of Lok Sabha Polls 2024
Published by: Sulaya Singha
  • Posted:April 8, 2024 12:11 am
  • Updated:April 8, 2024 12:11 am  

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: বছরভর গ্রামে প্রচুর কাজ করেছেন ‘দাদা’। অথচ লোকসভা নির্বাচনের আগে সেই গ্রামেই কংগ্রেসের কোনও দেওয়াল লিখন চোখে পড়ছে না। নির্বাচনের নানা খরচে এখনও দেওয়াল লিখনের কাজ হয়ে ওঠেনি। তাই ‘দাদা’কে ভালোবেসে নিজেদের সাধ্যমতো অর্থ তুলে দিলেন গ্রামের গৃহবধূরা। মহিলাদের এহেন উদ্যোগে আবেগাপ্লুত ‘দাদা’ অধীর চৌধুরী।

একদা বহরমপুরের ‘রবিনহুড’ হিসেবেই পরিচিত ছিলেন অধীর। সাধারণ মানুষের ভালো-মন্দের খেয়াল রেখে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। ধীরে ধীরে বহরমপুর হয়ে ওঠে অধীর গড়। গত বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবি হলেও এখনও যে অধীরের প্রতি ভালোবাসা পুরোপুরি উধাও হয়ে যায়নি, সেটাই প্রমাণিত হল নীলমণি মণ্ডলদের উদ্যোগে। বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি থানার রণগ্রাম এলাকার এই মহিলাদের নিজেদের সংসার চলে কোনওক্রমে। দিনমজুর পরিবারের গৃহবধূরা ছাগল পালন করেন। সেখান থেকেই আসে সংসার চালানোর কিছু অর্থ। কিন্তু ভোটে যেখানে ‘দাদা’ অধীরের প্রচুর খরচ, সেখানে বোনেরা পাশে না দাঁড়ালে কি চলে? তাই ১১ জন মহিলা ঠিক করে ফেলেন, নিজেদের সাধ্যমতো অর্থ তুলে দেবেন অধীরের হাতে।

Advertisement

[আরও পড়ুন: বড়মার ঘর দখল নিয়ে পুলিশের দ্বারস্থ মমতাবালা, ‘আমার ঠাকুরদার ঘর’, ফুঁসে উঠলেন শান্তনু]

যেমন ভাবনা, তেমন কাজ। রবিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে অধীর চৌধুরীর হাতে নগদ ১১ হাজার টাকা তুলে দেন তাঁরা। নীলমণি মণ্ডল বলেন, ‘‘আমাদের মনে হয়েছিল দাদাকে কোনওভাবে সাহায্য় করা উচিত। তাই আমরা মা-বোনেরা ঠিক করি যে যতটা পাবর টাকা জোগাড় করে দাদার হাতে তুলে দেব। তবে দাদার কাছে সব সময় পৌঁছতে পারি না। এদিন আমরা তাঁর সঙ্গে দেখা করে এই টাকা দিতে পারায় খুব খুশি। উনি আমাদের জন্য অনেক করেছেন। অথচ আমাদের গ্রামেই কংগ্রেসের দেওয়াল লিখন হয়নি।’’

মহিলাদের এহেন উদ্যোগে আবেগঘন অধীর বলেন, ‘‘এঁরাই ভালো কাজ করার শক্তি জোগান। চুরির টাকায় আমাদের দল চলে না। মহিলাদের এই উদ্যোগ তারই প্রমাণ।’’

[আরও পড়ুন: ‘৪ লাখ, না না চার হাজার সাংসদ নিয়ে জিতবেন…’, মুখ ফস্কে বলেই মোদিকে প্রণাম নীতীশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement