Advertisement
Advertisement
Local Train

জঙ্গলে আগুন, তারকেশ্বর শাখায় বন্ধ ট্রেন চলাচল

রেল সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় লাইনের ধারে আগুন লাগে।

Local train services on Tarakeshwar route hit

ফাইল ছবি।

Published by: Monishankar Choudhury
  • Posted:April 30, 2024 9:16 pm
  • Updated:April 30, 2024 9:18 pm  

সুব্রত বিশ্বাস: লাইনের ধারের জঙ্গলে আগুন। তারকেশ্বর শাখায় বন্ধ ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় লাইনের ধারে আগুন লাগে। ফলে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

জানা গিয়েছে, লাইন ঘেঁষা জঙ্গলে আগুন লাগার ফলে শেওড়াফুলি থেকে গোঘাটের মাঝে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ‌্যার সময় শেওড়াফুলি ও দিয়াড়ার মাঝে আপ লাইনের ধারে এই আগুন লাগে। আগুনের দাপট ও তার লেলিহান শিখা প্রায় ছুঁয়ে ফেলে ওভারহেডের তার। বড় ধরনের বিপদের আশঙ্কায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর দেওয়া হয় দমকলে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। 

Advertisement

[আরও পডুন: লন্ডনের রাজপথে তরোয়াল নিয়ে তাণ্ডব আততায়ীর! জখম বহু]

সোমবার দুপুরে বালিগঞ্জের কাছে একইরকমভাবে আগুন লাগায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এর আগে বালিতেও একইভাবে আগুন লেগে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। এহেন পরিস্থিতিতে হয়রান হতে হচ্ছে নিত্যযাত্রীদের।

[আরও পডুন: ‘চাকরি খাচ্ছেন আপনি’, প্রাইমারি টেট মামলার শুনানিতে বিকাশরঞ্জনকে ঘিরে তুমুল বিক্ষোভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement