Advertisement
Advertisement
Train

সপ্তাহান্তে শিয়ালদহ উত্তর শাখায় বাতিল একাধিক লোকাল, যাত্রী ভোগান্তির আশঙ্কা

দমদম স্টেশনে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জেরে ব্যাহত হবে ট্রেন পরিষেবা।

Local train service to disrupted in Sealdah North division
Published by: Sayani Sen
  • Posted:December 27, 2024 8:10 pm
  • Updated:December 27, 2024 8:20 pm  

সুব্রত বিশ্বাস: দমদম স্টেশনে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জের। সপ্তাহান্তে শিয়ালদহ উত্তর শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন। শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হবে। তার ফলে ভোগান্তির শিকার হতে পারেন যাত্রীরা।

একনজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল?
৩২২৪৯ আপ শিয়ালদহ-ডানকুনি লোকাল
৩২২৫২ ডাউন ডানকুনি-শিয়ালদহ লোকাল
৩৩৮১১ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল
৩৩৮১৩ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল
৩৩৬৫১ আপ শিয়ালদহ-হাবরা লোকাল
৩৩৬৫৩ আপ শিয়ালদহ-হাবরা লোকাল
৩৩৬১৩ আপ শিয়ালদহ-দত্তপুকুর লোকাল
৩৩৩৫৭ আপ বারাসত-দত্তপুকুর লোকাল
৩৩৫১৩ আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল
৩৩৮২০ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল
৩৩৮২২ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল
৩৩৬৫২ ডাউন হাবরা-শিয়ালদহ লোকাল
৩৩৬৫৪ ডাউন হাবরা-শিয়ালদহ লোকাল
৩৩৬১২ ডাউন দত্তপুকুর-শিয়ালদহ লোকাল
৩৩৬১৬ ডাউন দত্তপুকুর-শিয়ালদহ লোকাল
৩৩৬১৮ ডাউন দত্তপুকুর-শিয়ালদহ লোকাল
৩৩৫১৪ ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল
৩১৬১২ রানাঘাট-শিয়ালদহ লোকাল
৩১৬১৪ রানাঘাট-শিয়ালদহ লোকাল
৩১৬১৬ রানাঘাট-শিয়ালদহ লোকাল
৩১৩১২ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল
৩১৩১৬ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল
৩১৫১২ শান্তিপুকুর-শিয়ালদহ লোকাল
৩১৬১৬ শান্তিপুকুর-শিয়ালদহ লোকাল
৩১৯১২ গেদে-শিয়ালদহ লোকাল
৩১৮১২ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল
৩১৪১৪ নৈহাটি-শিয়ালদহ লোকাল

Advertisement

অন্যদিকে, ০৩১৭২ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জারের সময় পরিবর্তন হয়েছে। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের বদলে ১০টা ৪৫ মিনিটে ছাড়বে। বর্ষশেষে এখন অনেকে বেড়াতে যাচ্ছেন। তাই এই সময়ে ট্রেন বাতিল হলে স্বাভাবিকভাবেই ভোগান্তি হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement