Advertisement
Advertisement

Breaking News

করমণ্ডলের রেশ কাটতে না কাটতেই খড়গপুরে লাইনচ্যুত লোকাল ট্রেন! জখম বেশ কয়েকজন

মুখে কুলুপ রেল কর্তৃপক্ষের।

Local train derailed in Kharagpur after Coromandel express | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:June 10, 2023 10:44 pm
  • Updated:June 10, 2023 10:44 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের লাইনচ্যুত যাত্রী ভরতি লোকাল ট্রেন! শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর-হাওড়া রেল শাখার গিরি ময়দান ও খড়গপুর স্টেশনের মাঝে কাটিং খোলি এলাকায়। ঘটনায় কয়েকজন জখম হয়েছেন বলে খবর। যদিও এনিয়ে আপাতত রেল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।

জানা গিয়েছে মেদিনীপুর থেকে এই লোকাল ট্রেনটি হাওড়া যাচ্ছিল। রাত নটা পাঁচ মিনিট নাগাদ ট্রেনটি মেদিনীপুর স্টেশন থেকে ছাড়ে। গিরি ময়দান স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরে খড়গপুর স্টেশনের আগে কাটিং খোলি এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে ইঞ্জিন-সহ বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার ২০০ কোটির সম্পত্তি তো ইডির কী?’, আম্বানি-আদানির উদাহরণ টানলেন ‘কালীঘাটের কাকু’]

এদিকে হঠাৎ ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেনে। ওই অন্ধকারের মধ্যে যাত্রীরা ট্রেন থেকে লাফ দিতে শুরু করেন। তাতেই সকলে জখম হয়েছেন বলে মনে করা হচ্ছে। জখম কয়েকজনকে স্থানীয়দের সহায়তায় দ্রুত খড়গপুর রেলওয়ে মেইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যাত্রীরা কোনওক্রমে খড়গপুর স্টেশনে যান। তাঁরা রাতে বাড়ি ফেরা নিয়ে চিন্তায়।

[আরও পড়ুন: বাংলার শহরাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার প্রশংসা কেন্দ্রীয় প্রতিনিধিদের, পুরস্কার পাচ্ছে ৩ স্বাস্থ্যকেন্দ্র]

দিন কয়েক আগেই ওড়িশার বাহানাগা বাজারে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় বহু মানুষের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই এই ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় আতঙ্কে যাত্রীরা। যদিও রেল কর্তৃপক্ষ এ নিয়ে মুখে কুলুপ এটেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement