Advertisement
Advertisement
Durga Puja

এবার সরকারি অনুদান ফেরাচ্ছে ‘অভয়া’র পাড়ার পুজো, থানায় চিঠি দিল কমিটি

দুর্গাপুজোয় সরকারি অনুদান ফিরিয়েছে কিছু পুজো কমিটি।

Local puja committee of RG Kar doctor residence refuse donation
Published by: Paramita Paul
  • Posted:September 25, 2024 8:49 pm
  • Updated:September 25, 2024 8:54 pm  

অর্ণব দাস, বারাকপুর: দুর্গাপুজোয় সরকারি অনুদান ফিরিয়েছে কিছু পুজো কমিটি। আর জি কর কাণ্ডের প্রতিবাদে শামিল হতে উত্তর ২৪ পরগনার বারাসত, অশোকনগর, বরানগর, পানিহাটি-সহ বেশ কয়েকটি পুজো কমিটি এই সিদ্ধান্ত নিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ‘অভয়া’র বাড়ির এলাকা সোদপুর নাটাগড়ের পূর্বাশা সর্বজনীন পুজো কমিটি।

মঙ্গলবার পুজো কমিটির তরফে সরকারি অনুদান না নেওয়ার কথা ঘোলা থানায় জানানো হয়েছে। পুজো কমিটির সম্পাদক ও সভাপতি লিখিত চিঠিতে জানিয়েছেন, পূর্বাশার সমস্ত অধিবাসীর আপত্তির জন্যই তাঁরা চলতি বছর দুর্গাপুজোয় সরকারি অনুদান গ্রহণ করতে পারবেন না।

Advertisement

 

 

এবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে একাধিক পুজো কমিটি অনুদান ফিরিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ বলেছিলেন, ”পুজো একটা অর্থনীতি। সেই অর্থনীতিকে সচল রাখতেই মুখ্যমন্ত্রীর ওই অনুদান ঘোষণা। যদি আপনারা তা প্রত্যাখ্যান করেন, তাহলে নিজেদের পকেটের টাকা দিয়ে পুজোর সঙ্গে জড়িত সকলকে সাহায্য করবেন।” এর পর সোমবার ফোরাম ফর দুর্গোৎসবের তরফেও বিজ্ঞপ্তি জারি করা হয়। বলা হয়, ‘সকলের কাছে অনুরোধ দুর্গাপুজোকে তার নিজস্ব ধারায় বইতে দিন, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে বাঙালির আবেগের দুর্গোৎসবকে জড়িয়ে দেবেন না।’ তার পরেও এদিন আরও এক পুজো কমিটি তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে অনুদান ফেরাল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement