সিঙ্গুরে রেল অবরোধ। ছবি -সুমন করাতি।
সুমন করাতি, হুগলি: বছরের প্রথমদিনেই রেল অবরোধ। সিঙ্গুর আন্দোলন লোকালের রুট সম্প্রসারণের প্রতিবাদে মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে রেল অবরোধে শামিল সিঙ্গুরবাসীরা। তাঁদের অভিযোগ, রুট সম্প্রসারণের নামে তুলে নেওয়া হচ্ছে সিঙ্গুর আন্দোলন লোকাল। যা মানতে তাঁরা রাজি নন। বিক্ষোভের জেরে এদিন সিঙ্গুর থেকেই হাওড়া ফেরে তারকেশ্বরগামী লোকাল ট্রেনটি।
কয়েকদিন ধরেই সিঙ্গুর আন্দোলন লোকাল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছিল। রেলের দাবি, ট্রেনটির রুট সম্প্রসারণ করা হচ্ছে। সিঙ্গুরের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত চালানো হবে ট্রেনটিকে। এদিকে সিঙ্গুরবাসীর অভিযোগ, ট্রেনটি তুলে নিতে চাইছে রেল। কিন্তু এই ট্রেনের সঙ্গে জড়িয়ে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস। তাই ট্রেনটি তুলতে দিতে রাজি নন কেউ। এরই প্রতিবাদে বুধবার সকাল ৬ টা বেজে ৪৫ মিনিট নাগাদ সিঙ্গুরের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই রেল লাইনে দাঁড়িয়ে পড়েন সিঙ্গুরবাসীরা। নেতৃত্বে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু তাতেও লাভ হয়নি। বিক্ষোভকারীদের দাবি, সিদ্ধান্ত প্র্ত্যাহার করতে হবে। এক পর্য়ায়ে বাধ্য় হয়ে সিঙ্গুর থেকেই হাওড়া ফেরে ট্রেনটি। তবে আগামিকাল থেকে তারকেশ্বর পর্যন্তই যাবে বলে রেল সূত্রে খবর।
উল্লেখ্য, রেলমন্ত্রী থাকাকালীন সিঙ্গুর লোকাল চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের সম্মান জানিয়ে ট্রেনের নাম দেওয়া হয়েছিল ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’। স্বাভাবিকভাবেই এই ট্রেনকে নিয়ে আবেগপ্রবন এলাকার মানুষ। তবে রেলের দাবি, রুট সম্প্রসারিত হলে আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.