প্রতীকী ছবি।
দেবব্রত দাস, খাতড়া: এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি! এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল বাঁকুড়ার (Bankura) হিন্দপুরে। ওই খাবার খেয়ে কমপক্ষে ২৫ জন শিশু অসুস্থ বলে খবর। ঘটনায় ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা।
বাঁকুড়ার হিন্দপুরের উপরপাড়া এলাকায় রয়েছে উপরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেখানে নিয়মিত বেশ কিছু পড়ুয়া আসে। শুক্রবারও তার অন্যথা হয়নি। তাদের জন্য রান্না হয়েছিল খিচুড়ি। অভিযোগ, সেই খিচুড়ি খাওয়ার পরই একে একে অসুস্থ হয়ে পড়ে কমপক্ষে ২৫ খুদে। তড়িঘড়ি তাদের ভরতি করা হয় হাসপাতালে। ২০ জন ভরতি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। ৫ জন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কিন্তু কেন হঠাৎ এই পরিস্থিতি? অভিভাবকদের অভিযোগ, খিচুড়িতে টিকটিকি জাতীয় কিছু পড়েছিল। সেটা খায় খুদেরা। আর তার জেরেই এই পরিস্থিতি। যদিও এ বিষয়ে এখনও অঙ্গনওয়াড়ির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এ বিষয়ে হিন্দপুরের বিডিও সোমেন দাস বলেন, “অঙ্গনওয়াড়িতে ২০ জনের বেশি অসুস্থ হয়েছে। খবর পেয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। কেন এই পরিস্থিতি তা দেখা হচ্ছে।” প্রসঙ্গত, এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার অঙ্গনওয়াড়ির খাবারে পোকামাকড় মিলেছে। তা নিয়ে পরিস্থিতি উত্তালও হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বারবার একই ঘটনার পুনরাবৃত্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.