Advertisement
Advertisement
Liquor

লোকাল ট্রেনের ভেন্ডারে বস্তাচাপা দিয়ে চোলাই মদ পাচার, উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ

পুজোর আগে অপরাধমূলক কাজকর্মের দিকে নজর রাখছে অপরাধ দমন শাখা।

Liquor smuggling via train in West Bengal । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 8, 2023 2:25 pm
  • Updated:October 8, 2023 2:25 pm

সুব্রত বিশ্বাস: ট্রেনে নিষিদ্ধ চোলাই পাচার বাড়ায় উদ্বিগ্ন রেল। রেল মদত থেকে রেলমন্ত্রীর এক্স হ্যান্ডেলে হাওড়া-বর্ধমান কর্ড শাখা যাত্রীরা অভিযোগ তুলেছেন এই চোলাই পাচার নিয়ে। ভেন্ডার কামরাতে বস্তাচাপা দিয়ে পাচার হচ্ছে চোলাই মদ।

শনিবার বর্ধমান কর্ড (৩৬৮১৯) লোকালের ভেন্ডার কামরা থেকে বেশ কয়েকশো লিটার চোলাই মদ আটক করে আরপিএফের হাওড়ার সিআইবি বিভাগ। পাচারকারীর সন্ধান না পেলেও আটক মদ চন্দনপুর স্টেশনে নামিয়ে নেওয়া হয়। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানান, পুজোর আগে অপরাধমূলক কাজকর্মের দিকে নজর রাখছে অপরাধ দমন শাখা।

Advertisement

[আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি? জলদাপাড়া জাতীয় উদ্যানে ফের হাতির মৃত্যুতে চাঞ্চল্য]

খবর ছিল বলরামবাটি, মির্জাবাঁকিপুর, চন্দনপুর থেকে চোলাই পাচার হয় ট্রেনে। এরপরেই সিআইবি গোপনে ভেন্ডার কামরাতে হানা দিয়ে চোলাই মদের পিপেগুলি আটক করে। কর্ডের ট্রেনে খুব সকাল ও রাতে পাচার হয় চোলাই বলে যাত্রীরা অভিযোগ করেছেন। মির্জা বাঁকিপুর, হাজীগড়, কামারকুণ্ডু, শক্তিগর, চন্দনপুর, জৌগ্রাম, গুড়াপ প্রভৃতি স্টেশন থেকে চোলাই ট্রেনে ওঠে ও নামে বলে যাত্রীদের অভিযোগ।

[আরও পড়ুন: পরকীয়ার টান? স্বামীর টাকাপয়সা হাতিয়ে নিখোঁজ ২ সন্তানের মা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement