Advertisement
Advertisement

Breaking News

ব্যাঙ্কে আধার যুক্ত না হলে রান্নার গ্যাসে ভরতুকি নয়

১ জুলাই থেকে কেন্দ্রের এই নতুন নির্দেশ কার্যকর হওয়ার ফলে এ রাজ্যে প্রায় ২৪ লক্ষ গ্রাহক আর ভরতুকির টাকা তাঁদের অ্যাকাউন্টে পাবেন না৷

Link your LPG connection to Aadhaar or bank a/c to keep getting subsidy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2016 1:36 pm
  • Updated:May 24, 2023 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার নম্বর না থাকলে চলতি মাস থেকে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রান্নার গ্যাসের ভরতুকির টাকা মিলবে না৷ শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে এই নিয়ম কার্যকর করছে কেন্দ্র৷ তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাকে ৩০ জুন এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহকারী সচিব কে এম মহেশ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে গোটা দেশে বেশ কয়েক লক্ষ গ্রাহক সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ কারণ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে এখনও পর্যন্ত আধার নম্বর সংযুক্ত হয়নি৷ উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছিল সরকারি সুবিধা ও ভরতুকি দেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়৷ কিন্তু সুপ্রিম কোর্টের ওই নির্দেশকে পাশ কাটিয়ে চলতি বছরের বাজেট অধিবেশনে কেন্দ্র অর্থ বিল হিসাবে আধার বিল পাস করিয়ে তা আইনে পরিণত করে৷ ফলে আধার আইনি স্বীকৃতি পায়৷
তবে যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে এখনও পর্যন্ত আধার নম্বর সংযুক্ত হয়নি তাঁদের একটা শেষ সুযোগ দিচ্ছে কেন্দ্র৷ বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে৷ সেক্ষেত্রে মধ্যবর্তী সময়ে কোনও গ্রাহক যে ক’টি সিলিন্ডার বাজার দরে নিয়েছেন তার সবগুলির ভরতুকি বাবদ অর্থ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েবে৷ কিন্তু তার পরেও কোনও ব্যক্তি যদি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্ত না করেন সেক্ষেত্রে তিনি যতদিন পর্যন্ত না ওই কাজ করছেন ততদিন তাঁকে বাজারদরেই সিলিন্ডার কিনতে হবে৷ শুধু তাই নয়, সংশ্লিষ্ট সময়ের মধ্যে তিনি যে ক’টি সিলিন্ডার কিনবেন, সিলিন্ডারের সেই সংখ্যা বছরে ভরতুকিপ্রাপ্ত ১২টি সিলিন্ডারের কোটার মধ্যেই পড়বে৷ সোজা কথায় গ্রাহককে বাজারদরেই সিলিন্ডার কিনতে হবে৷ এমনকী, ভরতুকির কোটা থেকে সিলিন্ডারের সংখ্যাও কমে আসবে৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে অনেককে চাপে ফেলছে৷ বর্তমানে পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের ভরতুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান প্রায় এক কোটি গ্রাহক৷ এঁদের অনেকেরই এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্ত হয়নি৷ কিন্তু ১ জুলাই থেকে কেন্দ্রের এই নতুন নির্দেশ কার্যকর হওয়ার ফলে এ রাজ্যে প্রায় ২৪ লক্ষ গ্রাহক আর ভরতুকির টাকা তাঁদের অ্যাকাউন্টে পাবেন না৷
তবে কেন্দ্রের এই নির্দেশে স্বস্তিতে নেই এলপিজি ডিস্ট্রিবিউটর্সরা৷ অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের অতিরিক্ত সাধারণ সচিব বিজনবিহারী বিশ্বাস বলেছেন, “১ জুলাই থেকে যে এই নিয়ম চালু করা হবে গ্রাহকদের সেটা অনেক আগেই সরকারের জানানো উচিত ছিল৷ মাত্র একদিন আগে এই ভরতুকি বন্ধ করার এই নির্দেশ দেওয়া হল৷ আগামিকাল থেকে গ্রাহকদের ক্ষোভ তো আমাদেরই সামাল দিতে হবে৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement