সংবাদ প্রতিদিন ব্যুরো: হালিশহরের পর এবার কাঁচড়াপাড়া৷ আরও এক পুরসভা পুনর্দখলের পথে তৃণমূল৷ সূত্রের খবর, বুধবার আবার শাসকদলে ফিরতে চলেছেন বিজেপিতে যোগ দেওয়া এই পুরসভার ৯ জন কাউন্সিলর৷ যাঁদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান সুদামা রায়৷ ফলে ২৮ আসন বিশিষ্ট কাঁচড়াপাড়া পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হবে ১৮৷ এবং বিজেপির হাতে চলে যাওয়া পুরসভা, পুনরায় ছিনিয়ে নিতে সক্ষম হবে শাসকদল৷
[ আরও পড়ুন: রোজভ্যালির টাকায় বিদেশ ভ্রমণ? ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির]
লোকসভা নির্বাচনের শাসকদলের শোচনীয় ফলাফলের পর একের পর এক পুরসভা হাতছাড়া হতে থাকে শাসকদলের৷ বিশেষ করে বারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংয়ের জয় তৃণমূলকে বেকায়দায় ফেলে দেয়৷ বারাকপুর লাগোয়া একাধিক পুরসভায় ব্যাকফুটে চলে যায় তৃণমূল৷ তৃণমূলের হাতে থাকা ভাটপাড়া, হালিশহর, কাঁচড়াপাড়া ও গাড়ুলিয়া-সহ একাধিক পুরসভায় ভাঙন ধরায় বিজেপি৷ ওই সময়ই ২৪ আসনের কাঁচড়াপাড়া পুরসভার ১৮ জন তৃণমূল কাউন্সিলর যোগ দেয় বিজেপিতে৷ পুরসভা দখল করে গেরুয়া শিবির৷ একই ভাবে, ২৩ আসনের হালিশহর পুরসভারও ১৮ জন তৃণমূল কাউন্সিলর চলে যায় পদ্মশিবিরে৷ ওই পুরসভাও শাসকের হাত থেকে কেড়ে নেয় বিজেপি৷
[ আরও পড়ুন: কাটমানি বিক্ষোভে পুলিশের সামনেই বোমাবাজি বীরভূমে, অভিযানে উদ্ধার প্রচুর বোমা ]
তবে, মঙ্গবার চিত্রনাট্যে পরিবর্তন ঘটে৷ ওইদিন পুনরায় শাসকদলে ফেরেন হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায়-সহ ৮ কাউন্সিলর৷ ফলে পুরসভায় তৃণমূল ও বিজেপির উভয়েরই আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৷ এই পরিস্থিতিতে পুরসভা তাঁদের দখলে রেয়েছে বলেই দাবি করেছে শাসকদল৷ অন্যদিকে, পুরসভা হাতছাড়া হতেই বিজেপিতে শুরু হয়েছে দোষারোপ পর্ব৷ এজন্য বিজেপি নেতা মুকুল রায়ের কাঁধেই দোষ চাপিয়েছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ তিনি বলেন, ‘‘আমি জানতাম ও (অংশুমান) একটা বেইমান। মুকুলদাই ওকে নিয়ে এসেছিল। ও আমাদের কোনওদিনই ছিল না।’’ অন্যদিকে মুকুল রায় জানান, ‘‘অর্জুন আমাকে না করেছিল। কিন্তু আমার বয়স হয়েছে তাই ভালভাবে কেউ কিছু বললে সত্যি বলে মেনে নিই। ওকেও দলে নিয়েছিলাম।’’
[ আরও পড়ুন: ‘হিন্দুরা অনেক মরেছে, আরও কিছু মরুক!’ ফের বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের ]
অন্যদিকে, একই দিনে হরিনঘাটা পুরসভাতেও দখল বজায় রেখেছে তৃণমূল৷ ১৭ আসনের পুরসভাতে ভোটাভুটিতে ৯টি ভোট পেয়েছে শাসকদল৷ বিজেপির ঝুলিতে গিয়েছে ৮টি ভোট৷ সূত্রের খবর, রাজীব দালালকে সরিয়ে নয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মানিক ভট্ট৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.