সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণেশ্বর মন্দিরে এবার আসতে চলেছে বড় পরিবর্তন। এই মন্দিরের শোভা বৃদ্ধিতে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম। ৫ কোটি টাকা ব্যয়ে সাজিয়ে তোলা হবে গোটা মন্দির। নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে পরিবর্তন আসতে চলেছে কালী মন্দিরে। কাজ প্রায় শেষ। আগামী ৫ নভেম্বর এই লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওড়িশার কোনারক বা গুজরাটের সোমনাথ মন্দিরের মতো এ বার দক্ষিণেশ্বরেও আলো-ধ্বনির মায়াজাল! সন্ধ্যা নামতেই মন্দির চত্বরে চোখের সামনে দেখা যাবে রানি রাসমণি, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু ও মাইকেল মধুসূদন দত্তকে। আলোর খেলায় তাঁদের দেখার পাশাপাশি শোনা যাবে কথাও। কারণ, দক্ষিণেশ্বরেও এবার শুরু হতে চলেছে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম। ঠিক হয়েছে, নাটমন্দিরের উলটো দিকে দর্শকদের বসানো হবে। সেই সঙ্গে শিবমন্দির বা শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষের বারান্দা ও সিঁড়ি থেকেও দেখা যাবে এই শো। একসঙ্গে কয়েক হাজার দর্শক তা দেখার সুযোগ পাবেন। নাটমন্দিরকে মূল পর্দা হিসেবে ব্যবহার করে ভবতারিণী মন্দির, অফিস ব্লক, রাধাকৃষ্ণ মন্দিরকে ঘিরে লেজারের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে ১৮৫৫ সালে মন্দির তৈরির ইতিহাস, শ্রীরামকৃষ্ণের কালী দর্শন, সাধনা ও তাঁর সর্ব ধর্ম সমন্বয়ের ঘটনাবলী। সেই সঙ্গে স্বামী বিবেকানন্দ-সহ অন্য শিষ্য এবং ঐতিহাসিক ব্যক্তিদেরও দেখা যাবে, শোনা যাবে তাঁদের কথাবার্তা। মন্দিরকে কেন্দ্র করে উনিশ শতকে বাংলার নবজাগরণও দেখা যাবে এই শো-তে। থাকবে প্রাসঙ্গিক গানও। দৃশ্যপট তৈরির কাজও শুরু করেছেন মন্দির কর্তৃপক্ষ। ধারাভাষ্যের জন্য বলিউড ও টলিউডের খ্যাতনামা ব্যক্তিত্বদের কথাও ভাবা হচ্ছে। গ্রীষ্ম ও শীতে সন্ধ্যা সাড়ে সাতটায় ভবতারিণী মন্দিরে আরতি শেষ হতেই শুরু হবে আধ ঘণ্টার শো। বাংলা, হিন্দি ও ইংরেজি-তিনটি ভাষাতেই আপাতত সপ্তাহে দুই বা তিন দিন দু’বার করে এই শো হবে। তবে কোনও প্রবেশমূল্য লাগবে না।
দক্ষিণেশ্বর মন্দিরে গঙ্গার তিনটি ঘাটের সংস্কার, গঙ্গাপাড়ের ভাঙন রোধ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা-সহ বিভিন্ন কাজের জন্য ইতিমধ্যেই ১৬ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। সেই প্রকল্পেই এই লাইট অ্যান্ড সাউন্ড চালু করার পরিকল্পনা হয়েছে। দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন দক্ষিণেশ্বর মন্দিরে। এই উদ্যোগে তাঁদের কাছে দক্ষিণেশ্বর মন্দির আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা কর্তৃপক্ষের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.