Advertisement
Advertisement

Breaking News

railway station in West Bengal

যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিচ্ছন্নতায় নজর, স্টেশনে লিফট ও চলমান সিঁড়ি বসাচ্ছে পূর্ব রেল

আগামী ৭ ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে হাওড়া-দিল্লি কালকা মেল।

Bangla news: lift & Escalator to be functional at many railway station in West Bengal । Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:December 3, 2020 7:12 pm
  • Updated:December 3, 2020 7:13 pm  

সুব্রত বিশ্বাস : মেল, এক্সপ্রেস, সুবার্বন, নন সুবার্বন সব ট্রেনই এখন চলছে। তাই করোনা মহামারীর এই আবহে নিরাপত্তায় যাতে কোনওরকম খামতি না থাকে সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিলেন দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (GM) সুনীত শর্মা। এর পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্য ও স্টেশনগুলির পরিচ্ছন্নতা দিকেও দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার একটি ভারচুয়াল মিটিংয়ের মাধ্যমে পূর্ব রেলের সমস্ত ডিআরএম (DRM)-দের সঙ্গে কথা বলেন সুনীত শর্মা। বিভিন্ন বিষয়ে আলোচনার ফাঁকে সবাইকে সচেতন করে বলেন, ‘শীতের মরশুম এসেছে। এখনও লাইনে ফাটলের আশঙ্কা থাকে। এজন্য ঠিক করে নজরদারি চালাতে হবে। কোনও ক্ষেত্রেই অবহেলা করা যাবে না।’

Advertisement

[আরও পড়ুন: এবার তৃণমূলের পথে লক্ষ্মণ শেঠ? কুণাল ঘোষের সঙ্গে একমঞ্চে বসে উসকে দিলেন নয়া জল্পনা]

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, ‘করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য অনেক দিন পরিষেবা বন্ধ ছিল। কিন্তু, এই পরিস্থিতির মধ্যেও লকডাউন ও আনলক পিরিয়ডে রেলের উন্নয়নে বহু কাজ হয়েছে। যা যাত্রী স্বার্থে প্রয়োজনীয়। শিয়ালদহ স্টেশনে দুটি চলমান সিঁড়ি (Escalator) ও দুটি লিফট (lift) লাগানো হয়েছে। রানাঘাট স্টেশনে দুটি ও নৈহাটি স্টেশনে একটি চলমান সিঁড়ি লাগানো হবে। তবে নৈহাটিতে ইতিমধ্যে একটি লাগানো হয়ে গিয়েছে। আর হাওড়া ডিভিশনের বর্ধমানে দুটি ও নবদ্বীপ স্টেশনে একটি চলমান সিঁড়ি লাগানো হবে। আর রামপুরহাট স্টেশনে লাগানো হবে দুটি লিফট।’

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর থেকে চালু হচ্ছে হাওড়া-দিল্লি কালকা মেল। এখন স্পেশাল হিসাবে চালু হবে ট্রেনটি। যার সবটাই সংরক্ষিত। আগামী ৪ ডিসেম্বর থেকে টিকিট মিলবে। ট্রেনটি রাত ৯.৫৫ মিনিটে হাওড়া ছেড়ে পরেরদিন রাত তিনটের সময় কালকা পৌঁছবে। কালকা থেকে ডাউন ট্রেনটি ছাড়বে রাত ১১.৫৫ মিনিটে। ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল স্টেশনে দাঁড়াবে।

[আরও পড়ুন: হল স্বপ্নপূরণ, দাম্পত্য অশান্তিকে অগ্রাহ্য করে লটারি কেটে কোটিপতি মৎস্যজীবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement