শান্তনু কর, জলপাইগুড়ি: অস্ত্র দা। তা দিয়েই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বৃদ্ধা। চিতাবাঘের মুখ থেকে ফেরা ৬৫ বছরের ফতেমা বিবির কাহিনীই এখন ঘুরছে ধূপগুড়ি (Dhupguri) মহকুমার সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালির জঙ্গল সংলগ্ন আদরপাড়ায়।
ঘটনাটি ঠিক কি? জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সোনাখালি জঙ্গল সংলগ্ন মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলেন ফতেমা বিবি নামে ওই বৃদ্ধা। আচমকা তাঁর উপর হামলে পড়ে বিরাট চেহারার একটি চিতাবাঘ। পিঠে ও ঘাড়ে আঘাত করতেই পালটা রুখে দাঁড়ান বৃদ্ধা। তাঁর হাতে ছিল দা। সেই দা দিয়েই চিতাবাঘের ঘাড়ে আঘাত করেন বৃদ্ধা। হতচকিত হয়ে কয়েক পা পিছিয়ে যায় চিতাবাঘটি। তবে কয়েক পা পিছিয়ে গেলেও পালটা আঘাতের চেষ্টা চালাচ্ছিল দক্ষিণরায়।
বৃদ্ধা জানান, শরীরে তীব্র যন্ত্রণা সত্ত্বেও দা হাতে রুখে দাঁড়ান তিনি। কিছুক্ষণ দাঁত, নখ বের করে মেজাজ দেখালেও শেষে জঙ্গলের পথে পা বাড়ায় দক্ষিণরায়। এদিকে রক্তাক্ত শরীর নিয়ে সাহায্যের জন্য রাস্তায় হাজির হন বৃদ্ধা। সেখান থেকেই ফিরছিলেন এক ব্যক্তি। তিনিই তাঁর বাইকে বৃদ্ধাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। এর পর তাঁকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধার নাতনি আনজিনা বেগম জানান, মাঠে গরু আনতে গিয়ে চিতা বাঘের হামলার মুখে পড়েছিলেন তাঁর দিদা। লড়াই করে বেঁচে ফিরেছেন। হাতে, পিঠে, ঘাড়ে আঘাত থাকায় ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে ছড়িয়েছে এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.