Advertisement
Advertisement

Breaking News

Leopard

দা উঁচিয়ে চিতাবাঘের সঙ্গে লড়াই! বৃদ্ধার চোখরাঙানিতে লেজ গুটিয়ে দৌড় দক্ষিণরায়ের

ব্যাপারটা ঠিক কী?

Leopard tried to attack old woman, flew away after she resisted | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 1, 2024 7:14 pm
  • Updated:February 1, 2024 7:35 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: অস্ত্র দা। তা দিয়েই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বৃদ্ধা। চিতাবাঘের মুখ থেকে ফেরা ৬৫ বছরের ফতেমা বিবির কাহিনীই এখন ঘুরছে ধূপগুড়ি (Dhupguri) মহকুমার সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালির জঙ্গল সংলগ্ন আদরপাড়ায়।

ঘটনাটি ঠিক কি? জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সোনাখালি জঙ্গল সংলগ্ন মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলেন ফতেমা বিবি নামে ওই বৃদ্ধা। আচমকা তাঁর উপর হামলে পড়ে বিরাট চেহারার একটি চিতাবাঘ। পিঠে ও ঘাড়ে আঘাত করতেই পালটা রুখে দাঁড়ান বৃদ্ধা। তাঁর হাতে ছিল দা। সেই দা দিয়েই চিতাবাঘের ঘাড়ে আঘাত করেন বৃদ্ধা। হতচকিত হয়ে কয়েক পা পিছিয়ে যায় চিতাবাঘটি। তবে কয়েক পা পিছিয়ে গেলেও পালটা আঘাতের চেষ্টা চালাচ্ছিল দক্ষিণরায়।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ২ কোটি বাড়ি, বাজেটে বড় ঘোষণা নির্মলার]

বৃদ্ধা জানান, শরীরে তীব্র যন্ত্রণা সত্ত্বেও দা হাতে রুখে দাঁড়ান তিনি। কিছুক্ষণ দাঁত, নখ বের করে মেজাজ দেখালেও শেষে জঙ্গলের পথে পা বাড়ায় দক্ষিণরায়। এদিকে রক্তাক্ত শরীর নিয়ে সাহায্যের জন্য রাস্তায় হাজির হন বৃদ্ধা। সেখান থেকেই ফিরছিলেন এক ব্যক্তি। তিনিই তাঁর বাইকে বৃদ্ধাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। এর পর তাঁকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধার নাতনি আনজিনা বেগম জানান, মাঠে গরু আনতে গিয়ে চিতা বাঘের হামলার মুখে পড়েছিলেন তাঁর দিদা। লড়াই করে বেঁচে ফিরেছেন। হাতে, পিঠে, ঘাড়ে আঘাত থাকায় ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে ছড়িয়েছে এলাকায়।

[আরও পড়ুন: আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসা পাবেন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা, ঘোষণা নির্মলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement