বিক্রম রায়, কোচবিহার: জিনাতের আতঙ্ক বাঁকুড়ার মুকুটমণিপুর এলাকায়। বাঘের ভয়ে সাধারণ বাসিন্দারা সন্ধে নামলেই বাড়ির ভিতর বন্দি থাকছেন। দিনের বেলাতেও বাসিন্দাদের সতর্ক থাকতে বার্তা দিচ্ছে বনদপ্তর। উত্তরবঙ্গের কোচবিহারেও এবার আতঙ্ক ছড়াল। জেলার তুফানগঞ্জ-২ ব্লকের রামপুর-১ গ্রাম পঞ্চায়েতের নাউথোয়া এলাকার বাসিন্দারা এবার চিতাবাঘের আতঙ্কে দিশেহারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যায়। নরম মাটিতে একাধিক জায়গায় এই চার পেয়ে ছাপ শনিবার সকালে দেখতে পান বাসিন্দারা। ওগুলি চিতাবাঘের পায়ের ছাপ। এমনই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তাহলে ওই লোকালয়ে চিতাবাঘ হানা দিচ্ছে? এলাকায় চিতাবাঘ রয়েছে, আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় রীতিমতো ঘুম উড়েছে বাসিন্দাদের। বন দপ্তরের কাছেও এই বিষয়টি জানানো হয়েছে।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা লঙ্কা চৌধুরী বলেন, “শুক্রবার গভীর রাতে পাড়ার সব কুকুর খুব চিৎকার করছিল। সকালে উঠে বিভিন্ন জায়গায় ওই জন্তুর পায়ের ছাপ দেখতে পাই। ছাপগুলি চিতাবাঘের বলে মনে হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে অনেকেই বাড়ি থেকে বের হতে চাইছেন না।” শনিবার সকাল থেকেই ওই এলাকায় লোকজন জড়ো হন। আটিয়া মোচড় বন বিভাগের কর্মীরা ওই এলাকায় খবর পেয়ে যান। তাঁরাও পায়ের ছাপ পরীক্ষা করেছেন। যদিও বন দপ্তরের তরফে চিতাবাঘের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়নি।
বনবিভাগের নাগুরহাট বিট অফিসার তপন নার্জিনারি বলেন, “পায়ের ছাপগুলি জন্তুরই। তবে তা বাঘের কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া সম্ভব নয়। ছাপগুলি বনবিড়ালেরও হতে পারে। তবে এই বিষয়ে তদন্ত শুরু করেছি।” এলাকায় খাঁচা পাতার জোরাল দাবি তুলেছেন বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.