অরূপ বসাক, মালবাজার: ঘন সবুজ চা পাতার ফাঁকে দু জোড়া নীলচে চোখ! চা পাতা তুলতে তুলতে সেই দৃশ্য দেখে একেবারে শিউড়ে উঠেছিলেন শ্রমিকরা। এ যে চিতাবাঘের শাবকের (Leopard Cubs) চোখ! তার মানে মা চিতাবাঘও রয়েছে আশেপাশেই। সেই আতঙ্কে কাজ থামিয়ে দেন তাঁরা। মালবাজার (Malbazar) মহকুমার কিলকোট চা বাগানের ১৭ নং সেকশনে দুটি চিতাবাঘের শাবকের উপস্থিতি টের পেয়ে বনদপ্তরে খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে উদ্ধার করে তাদের।
বেশ কিছুদিন যাবৎ চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে মালবাজার মহকুমার বিভিন্ন চা বাগানে। তার মধ্যেই এবার চা বাগানে (Tea Garden) চিতাবাঘের শাবক উদ্ধার ঘিরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। সোমবার মালবাজার মহকুমার কিলকোট চা বাগানের ১৭ নম্বর সেকশনে জোড়া চিতাবাঘের শাবক দেখতে পান তাঁরা। চিতার ভয়ে বেশ কিছুক্ষণ বাগানে কাজ বন্ধ থাকে। কারণ, শাবক থাকা মানে আশেপাশের মা চিতাবাঘও রয়েছে। কখন সে শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে, সেই আশঙ্কাতেই কাজ বন্ধ করে দেন তাঁরা। খবর পাঠানো হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে।
খবর পেয়ে বনকর্মীরা চা বাগানে পৌঁছন। আপাতত শাবক দুটিকে বাগানেই রেখেই পর্যবেক্ষণ করছে বনকর্মীরা। মনে করা হচ্ছে, মা চিতাবাঘ শাবকদের জন্য খাবার খুঁজতে বাইরে গেলেও আশেপাশেই রয়েছে। এই মুহূর্তে শাবকগুলিকে সেখান থেকে সরালে মা চিতাবাঘ ছানাদের জন্য অন্যদের উপর আক্রমণ করতে পারে। পাশাপাশি সাধারণ মানুষও যাতে শাবকদের সামনে গিয়ে বিরক্তি না করতে পারে, সেদিকেও নজর রেখেছেন বনকর্মীরা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.