রাজকুমার, আলিপুরদুয়ার: ফের সাফল্য পেল জলদাপাড়া বনদপ্তর৷ খাঁচাবন্দি হল পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ৷ মাদারিহাটের রামঝোড়া চা বাগানের পাঁচ নম্বর সেকশনে পাতা খাঁচায় ধরা পড়েছে ওই চিতাবাঘটি৷ এই নিয়ে সাতদিনে খাঁচাবন্দি করা হয়েছে মোট পাঁচটি চিতাবাঘকে৷ বনদপ্তরের কর্মীদের দাবি, খাঁচাবন্দি ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে৷
উত্তরবঙ্গে এখন মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চিতাবাঘ ও মানুষের দ্বৈরথ৷ প্রায়ই শিরোনামে চলে আসছে চিতাবাঘের হামলায় জখম-প্রাণহানি কিংবা চিতাবাঘকে খাঁচাবন্দি বা মৃত্যুর খবর৷ প্রায় মাসদুয়েক ধরে ডুয়ার্সের ধুমচিপাড়া, গ্যারগেন্ডা, রামঝোরা-সহ বিভিন্ন চা বাগানে চিতাবাঘের হামলায় আতঙ্ক ছড়িয়েছে৷ মারা গিয়েছে দুটি শিশু ও একজন কিশোর। প্রাণহানি হয়েছে চিতাবাঘেরও৷ এর মাঝেই একটি চিতাবাঘকে ‘নরখাদক’ বলে চিহ্নিত করেছে বনদপ্তর৷ তাকে খাঁচাবন্দি করা বা খুন করে ফেলার মতো বিরল সিদ্ধান্তও নিয়েছে বনদপ্তর৷ এরই মাঝে মানুষের মতো দেখতে একটি পুতুলকে টোপ হিসাবে কাজে লাগিয়ে চিতাবাঘকে খাঁচাবন্দি করা হয়৷ তাই বনদপ্তরের অন্দরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে৷ উত্তরের জঙ্গলে লুকিয়ে রয়েছে একাধিক ‘নরখাদক’ চিতাবাঘ নাকি খাবারের অভাবে বাধ্য হয়ে পরিবর্তন হচ্ছে চিতাবাঘের খাদ্যাভ্যাসে? যদিও এই প্রশ্নগুলির উত্তরের খোঁজে বনদপ্তর৷
স্থানীয়দের অভিযোগ, চিতাবাঘ এবং মানুষের সংঘাত চরম পর্যায়ে পৌঁছলেও বনদপ্তরের কর্মীরা কোনও উদ্যোগ নিচ্ছে না৷ তাই বারবার ঘটছে প্রাণহানি এবং হামলার মতো ঘটনা৷ যদিও বনদপ্তরের দাবি, চিতাবাঘের হামলার ঘটনায় উদ্বিগ্ন তারা৷ ইতিমধ্যেই ধুমচিপাড়া, গ্যারগেন্ডা, রামঝোরা-সহ বিভিন্ন চা বাগানে পাতা হয়েছে খাঁচা৷ পাঁচ দিনের মধ্যে সাতটি চিতাবাঘ ধরাও পড়েছে ওই খাঁচায়৷ বুধবার সকালেও মাদারিহাটের রামঝোড়া চা বাগানের পাঁচ নম্বর সেকশনে পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ৷ এদিকে, আবার শিলিগুড়ির রোহিনীতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় প্রাণ হারায় একটি চিতাবাঘ৷ সব মিলিয়ে বনদপ্তরের দাবি, কিছুতেই চিতাবাঘের আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না চা বাগান সংলগ্ন এলাকার বাসিন্দারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.