রাজকুমার, আলিপুরদুয়ার: বুধবারের পর আবার বৃহস্পতিবার৷ ২৪ ঘণ্টার ব্যবধানে খাঁচাবন্দি আরও একটি চিতাবাঘ৷ ডুয়ার্সের রামঝোরা চা বাগান থেকে ছাগলের টোপ দিয়ে পূর্ণবয়স্ক ওই পুরুষ চিতাবাঘটিকে খাঁচাবন্দি করা হয়েছে৷ এই নিয়ে রামঝোরায় গত কয়েকদিনে মোট চারটি চিতাবাঘকে খাঁচাবন্দি করতে পেরেছে বনদপ্তর৷ তবে জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া এলাকায় এক সপ্তাহে খাঁচাবন্দি হয়েছে কমপক্ষে ৬টি চিতাবাঘ৷
মাসতিনেক ধরে চিতাবাঘের আতঙ্কে ত্রস্ত উত্তরবঙ্গবাসী৷ প্রায়ই ঘটছে চিতাবাঘের হামলার মতো ঘটনা৷ প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের৷ ইতিমধ্যেই ২ শিশু এবং ১ কিশোরের মৃত্যুও হয়েছে৷ জনরোষের বলি হয়েছে চিতাবাঘও৷ এই পরিস্থিতিতে বনদপ্তরের চিন্তা বাড়াচ্ছে ‘মানুষখেকো’ চিতাবাঘ৷ এ রাজ্যে প্রথমবার একটি চিতাবাঘকে ‘নরখাদক’ হিসাবে চিহ্নিত করেছে বনদপ্তর৷ তার খোঁজে জলদাপাড়া লাগোয়া গ্যারগেন্ডা, ধূমচিপাড়া, হান্টাপাড়া-সহ একাধিক চা বাগানে খাঁচাও পাতা হয়েছে৷ এক সপ্তাহের মধ্যে মোট ছ’টি চিতাবাঘকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে৷ তার মধ্যে মানুষের আদলে তৈরি পুতুলকে টোপ হিসাবে কাজে লাগিয়েছিল খাঁচাবন্দি করা হয় একটি চিতাবাঘকে৷ তাই আদতে উত্তরবঙ্গে কটি চিতাবাঘ যেভাবে ‘নরখাদক’ হয়ে উঠেছে, তা নিয়েও চিন্তা বাড়ছে বনদপ্তরের৷
বুধবার আলিপুরদুয়ারের রামঝোরা চা বাগানের পাঁচ নম্বর সেকশনে একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করা হয়৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও একই জায়গা থেকে বৃহস্পতিবার সকালে খাঁচাবন্দি করা হয় আরেকটি চিতাবাঘকে৷ ছাগলের টোপ দিয়ে বনকর্মীরা তাকে খাঁচাবন্দি করে৷ ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়িতে পাঠানো হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.