Advertisement
Advertisement
Leopard

অবশেষে খাঁচাবন্দি ‘মানুষখেকো’ চিতাবাঘ, তাসাটি চা বাগানে স্বস্তির হাওয়া

ছাগলের টোপেই খাঁচাবন্দি আলিপুরদুয়ারের 'ত্রাস'।

Leopard caged by the forest officials in Alipurduar । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 8, 2023 9:03 am
  • Updated:October 8, 2023 9:26 am

রাজকুমার, আলিপুরদুয়ার: অবশেষে খাঁচাবন্দি আলিপুরদুয়ারের ‘ত্রাস’। ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি করা হল ‘মানুষখেকো’ চিতাবাঘটিকে। স্বস্তিতে মাদারিহাট-বীরপাড়া ব্লকের তাসাটি চা বাগানের ঘাসি লাইনের বাসিন্দারা।

বেশ কয়েকদিন ধরে ওই চিতাবাঘটির আনাগোনা এলাকায় বাড়তে থাকে। গত ৫ অক্টোবর স্থানীয় বাসিন্দা বছর বারোর দীপেশ ওঁরাওকে বাড়ির পাশ থেকে মুখে করে তুলে নিয়ে যায় চিতাবাঘটি। স্থানীয়রা তা দেখতে পান। চিতাবাঘের মুখ থেকে তাকে কোনওক্রমে রক্ষা করা হয়। তবে দীপেশকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসার জন্য শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার বেশ কয়েকদিন পর ওই এলাকারই একই বাড়ির তিন ভাইকে জখম করে চিতাবাঘটিকে। এছাড়া ওই এলাকায় চিতাবাঘের আক্রমণে প্রাণ হারান এক বৃদ্ধাও।

Advertisement

[আরও পড়ুন: নিউটাউনের সাপুরজি আবাসনে তথ্যপ্রযুক্তি কর্মীকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৩ পূর্বপরিচিত]

স্থানীয় বাসিন্দারা চিতাবাঘটিকে খাঁচাবন্দি করার দাবি জানিয়েছিলেন। সেই মতো চিতাবাঘ ধরতে কার্যত কোমর বেঁধে নামে বনদপ্তর। ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়। তাতেই শনিবার রাতে ধরা পড়ে চিতাবাঘটি। বনদপ্তর সূত্রে খবর, চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ‘মানুষখেকো’ চিতাবাঘটি ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তিতে এলাকাবাসী।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: কামদুনি আন্দোলন এবার দিল্লিতে, সুপ্রিম কোর্ট-রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবে নির্যাতিতার পরিবার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement