Advertisement
Advertisement

ফের ‘মানুষখেকো’ চিতাবাঘের হামলা, জখম বৃদ্ধ

আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷

Leopard attack in Alipurduar
Published by: Sayani Sen
  • Posted:December 17, 2018 2:03 pm
  • Updated:December 17, 2018 2:03 pm

রাজকুমার, আলিপুরদুয়ার: ‘মানুষখেকো’ চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে সদ্যই৷ এরই মাঝে ফের চিতাবাঘের হামলায় জখম এক বৃদ্ধ৷ আবারও ঘটনাস্থল আলিপুরদুয়ারের মাদারিহাটের ধুমচিপাড়া চা-বাগান৷ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়৷

[দুধের শিশুকে খুবলে খেল চিতাবাঘ, তাজ্জব বনদপ্তরের আধিকারিকরা]

ধুমচিপাড়া চা-বাগান লাগোয়া এলাকার বাসিন্দা বুধুরাম মাঝি৷ সোমবার সকালে বাড়ি থেকে বেরোন তিনি৷ সেই সময় আচমকাই চা বাগান থেকে একটি চিতাবাঘ বেরিয়ে আসে৷ ঝাঁপিয়ে পড়ে বুধুরামের উপর৷ চিৎকার করতে শুরু করেন বুধুরাম৷ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও৷ দৌড়ে যান ঘটনাস্থলে৷ ততক্ষণে সত্তরের গণ্ডি পেরোনো ওই বৃদ্ধের চোখ, মুখ-সহ শরীরের একাধিক অঙ্গে কামড় বসিয়েছে চিতাবাঘ৷ স্থানীয় বাসিন্দাদের দেখে ভয় পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় সে৷ তড়িঘড়ি বুধুরামকে উদ্ধার করেন এলাকাবাসী৷ গুরুতর জখম অবস্থায় বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ ওই হাসপাতালেই আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷

Advertisement

LEOPARD ATTACK
দিনকয়েক আগেই ধুমচিপাড়া চা বাগানে চিতাবাঘের হামলায় প্রাণ হারায় এক দুধের শিশু৷ চা বাগানে খেলা করার সময় ওই শিশুটির উপর অতর্কিতে হামলা চালায় চিতাবাঘ৷ তার আগেও চিতাবাঘের হামলায় গুরুতর জখম হয় এক শিশু৷ যদিও সেবার কারও প্রাণ কাড়তে পারেনি চিতাবাঘ৷ একের পর এক চিতাবাঘের হামলার ঘটনায় আতঙ্কিত চা বাগানের বাসিন্দারা৷ চিন্তিত বনদপ্তরও৷ বিশেষজ্ঞদের দাবি, সাধারণত ছাগল বা অন্য কোনও ছোট প্রাণীকে নিজের শিকার হিসাবে বেছে নেয় চিতাবাঘ৷ মানুষ কখনওই তাদের খাদ্যতালিকায় থাকার কথা নয়৷ তা সত্ত্বেও মাত্র মাসকয়েকের ব্যবধানে ধুমচিপাড়া চা বাগানে একের পর এক মানুষের উপর চিতাবাঘের হামলার ঘটনায় উদ্বিগ্ন বনাধিকারিকরাও৷

[দুধের শিশুকে আক্রমণ কেন? চিতাবাঘের আচরণে চিন্তিত বনদপ্তর]

দুধের শিশুর হত্যাকারী ‘মানুষখেকো’ চিতাবাঘটির চরিত্র বিশ্লেষণ করে দেখার জন্য তাকে খাঁচাবন্দি করার সিদ্ধান্ত নেয় বনদপ্তর৷ সেই অনুযায়ী নামচিপাড়া চা বাগানে চারটি খাঁচা পাতা হয়৷ রবিবার ছাগলের টোপ দেওয়া সেই খাঁচায় ধরা দেয় চিতাবাঘটি৷ খাঁচাবন্দি চিতাবাঘকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন স্থানীয়রা৷ এই ঘটনার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও চিতাবাঘের হামলায় নতুন করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দানা বেঁধেছে আতঙ্ক৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement