Advertisement
Advertisement

Breaking News

Leopard

চিতাবাঘকে পিটিয়ে খুন? রক্তাক্ত দেহ উদ্ধারে জলদাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পিটিয়ে খুন করা হয়েছে তাকে।

Leopard allegedly killed by people in Alipurduar । Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:December 7, 2023 3:43 pm
  • Updated:December 7, 2023 3:43 pm

রাজকুমার, আলিপুরদুয়ার: পূর্ণবয়স্ক চিতাবাঘকে পিটিয়ে খুন? আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বর সংলগ্ন ধুলাগাঁও গ্রামে পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মুখ রক্তাক্ত থাকায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পিটিয়ে খুন করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার সকালে জলদাপাড়ার মাদারিহাটের ধুলাগাঁও গ্রামের এক বাসিন্দার উপর হামলা চালায় চিতাবাঘ। আর তার কিছুক্ষণের মধ্যেই গ্রামের মাঝখান থেকে উদ্ধার হয় চিতাবাঘের দেহ। তাই মনে করা হচ্ছে, ক্ষুব্ধ গ্রামবাসীরাই চিতাবাঘটিকে পিটিয়ে খুন করেছে। চিতাবাঘটির মুখে রক্তক্ষরণের দাগও স্পষ্ট। তাই খুনের তত্ত্ব ক্রমশ জোরাল হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: চলন্ত গাড়িতে বেহুঁশ করে প্রাক্তন প্রেমিকাকে ‘ধর্ষণ’, পালটা অপহরণের অভিযোগ যুবকের]

চিতাবাঘকে পিটিয়ে খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মাদারিহাট রেঞ্জের বনকর্তা-সহ জটেশ্বর ফাঁড়ির পুলিশবাহিনী। জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরাও ঘটনাস্থলে যায়। চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেই খবর।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: কানু সান্যালের গ্রামে ‘জলকষ্ট’, শুনেই আসরে নামলেন মমতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement