Advertisement
Advertisement

Breaking News

ব্যর্থ বামেদের বনধ, সচল রাজ্যে আজ মিছিলে মমতা

কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রশিং পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী৷

Left’s strike failed Mamata will walk against demonetisation today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 8:56 am
  • Updated:June 23, 2022 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে থেকে আন্দাজ ছিল৷ তাই সত্যি হল৷ নোট বাতিলের প্রতিবাদে বামেদের ডাকা বনধ কার্যত ব্যর্থ৷ সোমবার সকাল থেকেই সচল গোটা পশ্চিমবঙ্গ৷ বনধের ফরমান ভেঙে সকাল থেকে রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ৷ স্কুল, কলেজ, অফিস, আদালত সবই খোলা৷ পুরোদমে রাস্তায় চলছে সরকারি ও বেসরকারি বাস, অটো৷ মিলছে প্রিপেড ট্যাক্সি এবং অটোও৷ বিভিন্ন জায়গায় ট্রেন চলাচলও সম্পূর্ণ স্বাভাবিক বলেই জানা গিয়েছে৷ সপ্তাহের প্রথম দিনের মতোই রাস্তায় প্রয়োজনীয় কাজে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ৷

জনজীবন স্বাভাবিক রাখতে তৈরি রাজ্য সরকারও৷ রাজ্যের সমস্ত জায়গায় পুলিশি নিরপত্তা আরও কড়া করা হয়েছে৷ প্রত্যেকটি কিয়স্কে মোতায়েন রয়েছে পুলিশকর্মীরা৷ শহরের একাধিক জায়গায় পুলিশ পিকেট রয়েছে৷ বাস, ট্রাম ডিপো, মেট্রো স্টেশন, ফেরিঘাট, ফায়ার স্টেশনেও রয়েছে বিশাল পুলিশবাহিনী৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় রয়েছে ব়্যাফ, কমব্যাট ফোর্স৷ কন্ট্রোল রুম থেকে দিনভর নজরদারি চালাবেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷

Advertisement

গোলযোগের কোনও সম্ভাবনা দেখতে পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া আছে৷ ক্ষমতায় আসার পর থেকেই বনধের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নোট বাতিলের জন্য সাধারণ মানুষের দুর্দশা নিয়ে তিনিও প্রতিবাদ জানিয়েছেন৷ তবে বনধের সংস্কৃতি যে তিনি আজও সমর্থন করেন না, সেকথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেইজন্যই রাজ্যকে সচল রেখেই তিনি প্রতিবাদ চালিয়ে যেতে চান৷ বরং এই অবস্থায় একেবারে সাধারণ মানুষের পাশে থাকতে মিছিল, প্রতিবাদসভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি৷

দু’টি উদ্দেশ্য নিয়ে আজ রাজপথে মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী৷ এক, রাজ্য সচল রাখা৷ দুই, নোট-কাণ্ডে প্রতিবাদকে আরও উচ্চতায় তুলে নিয়ে যাওয়া৷ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী৷ তারপরই চলে যাবেন কলকাতা বিমানবন্দরে৷ ২৯ নভেম্বর মুখ্যমন্ত্রীর লখনউয়ে সভা রয়েছে৷ নোট-কাণ্ডে তৃণমূল কংগ্রেসের ধারাবাহিক আন্দোলনের রূপরেখাও তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement