বিক্রম রায়, কোচবিহার: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে চড়ছে উত্তেজনার পারদ৷ সামনে আসছে ছোট,বড় নানা অশান্তির খবর৷ কোচবিহারে বাম প্রার্থীর প্রচার সভায় মঞ্চ ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ এই ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী জখমও হয়েছে৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ কোচবিহারের তুফানগঞ্জ থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে৷
ভোট ঘোষণার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন৷ জায়গায় জায়গায় চলছে প্রচার মিছিল, দলীয় নেতাকর্মীদের সভা৷ শনিবার সন্ধেয় কোচবিহারের তুফানগঞ্জের দেওচড়াইতে বাম প্রার্থী গোবিন্দ রায়ের সমর্থনে একটি প্রচার সভার আয়োজন করা হয়েছিল৷ বেশ ভিড়ও হয়েছিল ওই সভায়৷ তখনও বাম প্রার্থী নিজে সভায় উপস্থিত হননি৷ তাই সভার আয়োজকরাই বক্তৃতা দিতে শুরু করেন৷ অভিযোগ, সভা চলাকালীন বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছায়৷ সভা তখনই বন্ধ করে দেওয়া হুমকি দিতে থাকে ওই দুষ্কৃতীরা৷ তবে তাতে বাম নেতাকর্মীরা কান দেননি৷ অভিযোগ, এরপরই বাম নেতাকর্মীদের দিকে তেড়ে আসে তারা৷ সভা মঞ্চে ব্যাপক ভাঙচুর চালাতে শুরু করে৷ বাধা দিতে এগিয়ে যান বাম কর্মীরা৷ দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ বাম কর্মীদের আরও অভিযোগ, ওই দুষ্কৃতীদের কাছে লাঠিসোঁটা ছিল৷ তাই তারা বাম কর্মীদের বেধড়ক মারধর করে৷ এই ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী গুরুতর জখম হয়েছেন৷ এলাকাবাসীদের তৎপরতায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে৷ বাকিরা এখনও হাসপাতালে ভরতি৷
বাম প্রার্থীর প্রচারের সময় বিশৃঙ্খলার ঘটনায় চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷ বাম কর্মীদের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ ভোটের আগে প্রচারের আলোয় আসার জন্য কোচবিহারের বাম নেতৃত্ব নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে বলেও পালটা তোপ দেগেছে ঘাসফুল শিবির৷ ইতিমধ্যেই এই ঘটনার জল গড়িয়েছে তুফানগঞ্জ থানায়৷ সেখানেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বামেরা৷ নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.