Advertisement
Advertisement

Breaking News

দীর্ঘ আলোচনার পর প্রকাশিত বাম প্রার্থীতালিকা, ২৫ আসনে লড়বে শরিক-সহ সিপিএম

২৫ আসনের মধ্যে শরিকদের ছাড়া হল ৯টি৷

Left to contest 25 seats out of 42
Published by: Sucheta Sengupta
  • Posted:March 15, 2019 7:19 pm
  • Updated:March 15, 2019 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ আলাপ-আলোচনা, আসন রফার পর অবশেষে অনিশ্চয়তার আবহেই লোকসভার প্রার্থীতালিকা প্রকাশ করল রাজ্য বামফ্রন্ট৷ ২৫টি আসনে প্রার্থী দিচ্ছে বাম নেতৃত্ব৷ বাকি ১৭টি আসন ছাড়া হয়েছে কংগ্রেসকে৷ ২৫টির মধ্যে আবার ১৬টিতে লড়বেন সিপিএম প্রার্থী এবং বাকিগুলিতে শরিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ শুক্রবার রাজ্য বাম এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দীর্ঘ আলোচনার পর এককভাবেই প্রার্থীতালিকা প্রকাশ করলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা৷ একঝলকে নজর রাখা যাক বামেদের প্রার্থীতালিকায়৷

দমদম :  নেপালদেব ভট্টাচার্য (সিপিএম)

Advertisement

বারাকপুর : গার্গী চট্টোপাধ্যায় (সিপিএম)

বসিরহাট : পল্লব সেনগুপ্ত (সিপিআই)

বনগাঁ : অলকেশ দাস (সিপিএম)

বারাসত : হরিপদ বিশ্বাস(সিপিএম)

nandini-gargi

চাকরির নামে প্রতারণা চক্রের হদিশ, নিউটাউনে গ্রেপ্তার ৪

জয়নগর : সুভাষ নস্কর (আরএসপি)

ডায়মন্ড হারবার : ফুয়াদ হালিম (সিপিএম)

যাদবপুর :  বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিএম)

কলকাতা দক্ষিণ : নন্দিনী মুখোপাধ্যায় (সিপিএম)

উলুবেড়িয়া : মাকসুদা খাতুন (সিপিএম)

হুগলি :  প্রদীপ সাহা (সিপিএম)

আরামবাগ  :  শক্তিমোহন মাইতি (সিপিএম)

bikash-fuad

ঘাটালে সূর্যকান্তর সভায় তারস্বরে মাইক, ক্লাস বন্ধ রাখতে হল স্কুলে

ঘাটাল  :  তপন গঙ্গোপাধ্যায় (সিপিআই)

মেদিনীপুর : বিপ্লব ভট্ট (সিপিআই)

পুরুলিয়া : বীরসিংহ মাহাত (ফরওয়ার্ড ব্লক)

বিষ্ণুপুর : সুনীল খাঁ (সিপিএম)

বর্ধমান-দুর্গাপুর : আভাস রায়চৌধুরী (সিপিএম)

বর্ধমান-পূর্ব :  ঈশ্বরচন্দ্র দাস (সিপিএম)

বীরভূম :  রেজাউল করিম (সিপিএম)

রানাঘাট : রমা বিশ্বাস (সিপিএম)

মুর্শিদাবাদ : বদরুদ্দোজা খান (সিপিএম)

selim-bodru

জলদাপাড়ায় জঙ্গল সাফারির সময় দুর্ঘটনা, গুরুতর জখম বারাসতের পড়ুয়ারা

বালুরঘাট : রণেন বর্মন (আরএসপি)

রায়গঞ্জ : মহম্মদ সেলিম (সিপিএম)

আলিপুরদুয়ার :  মিলি ওঁরাও (আরএসপি)

কোচবিহার : গোবিন্দ রায় (ফরওয়ার্ড ব্লক)

জলপাইগুড়ি : ভগীরথ রায় (সিপিএম)

দার্জিলিং আসন থেকে লড়বেন বাম সমর্থিত নির্দল এক প্রার্থী৷ তবে কে তিনি, তা এখনও স্পষ্ট নয়৷বাকি আসনগুলোয় লড়াই করবে কংগ্রেস৷ পূর্বশর্ত অনুযায়ী, বাম এবং কংগ্রেস জেতা আসনে নিজেদের প্রার্থীদেরই রাখতে চেয়েছে৷ সেখানে কোনও আসন রফা হয়নি৷ তাই সিপিএম-এর দুটি জেতা আসন মুর্শিদাবাদ এবং রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দেবে না৷ বাকি ১৭ আসনে বাম এবং কংগ্রেসের হয়ে লড়ছে এই প্রার্থীরাই৷ অর্থাৎ এই আসনগুলিতে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে৷ এখন অপেক্ষা বিজেপির প্রার্থীতালিকা প্রকাশের৷ তাহলেই বোঝা যাবে, কোথায় কতটা কঠিন লড়াই হতে চলেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement