Advertisement
Advertisement

Breaking News

বনধের দ্বিতীয় দিনে বিভিন্ন জায়গায় রেল অবরোধ, ফের স্কুলবাসে হামলা

শহরের ছন্দপতনে ব্যর্থ বনধ।

Left strike enters day two, Train services hit
Published by: Subhajit Mandal
  • Posted:January 9, 2019 8:58 am
  • Updated:January 9, 2019 10:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দিন প্রথম দিনের তুলনায় প্রভাবহীন বনধ। কার্যত স্বাভাবিক শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের অন্যান্য প্রান্তের জনজীবন। তবে, বনধ সমর্থকদের তাণ্ডবে আংশিকভাবে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। শিয়ালদহ উত্তর, দক্ষিণ এবং হাওড়ার শাখার কিছু লাইনে রেল অবরোধ করেছে বনধ সমর্থকরা। এদিকে ফের বনধ সমর্থকদের হাতে নাজেহাল হতে হল পড়ুয়াদের। হাওড়ার একটি স্কুলবাসে হামলা চালায় ধর্মঘটীরা। আহত দুই ছাত্রী।

[হরতালের প্রথম দিনে প্রাসঙ্গিক হতে পেরেই খুশি বামেরা]

বামপন্থী ট্রেড উইনিয়নগুলির ডাকা ধর্মঘটের প্রথম দিন বনধ সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্তে তাণ্ডব করলেও সেভাবে প্রভাব পড়েনি ধর্মঘটের। দ্বিতীয় দিনের সকালে শহর কলকাতায় আরও প্রভাবহীন ধর্মঘট। সব রুটেই কমবেশি বাস চলছে। সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরের রাস্তায় সেভাবে দেখা যায়নি ধর্মঘটীদের। মৌলালি, হাজরায় ধর্মঘটের প্রথম দিন ব্যাপক বিক্ষোভ দেখালেও দ্বিতীয় দিন বনধ সমর্থকদের দেখা মেলেনি। তবে, যাদবপুরে এদিনও সুজন চক্রবর্তীর নেতৃত্বে বনধ সমর্থকরা তাণ্ডব চালান। সুজন চক্রবর্তীকে আটকও করা হয়। ধর্মতলা চত্বরেও অন্যদিনের মতোই বাস চলাচল করছে। বাজার-দোকানপাঠ খোলা।

Advertisement

[শহরে বনধ সমর্থকদের তাণ্ডব, যাদবপুরে আটক বাম নেতা সুজন চক্রবর্তী]

শহর কলকাতার পরিস্থিতি কার্যত স্বাভাবিক হলেও রাজ্যের অন্য প্রান্তে আংশিক প্রভাব পড়েছে বনধের। বিশেষত বনধ সমর্থকদের তাণ্ডবে সমস্যা হয়েছে ট্রেন চলাচলে। শিয়ালদহ মেন শাখায় রানাঘাট এবং শিমুরালি স্টেশনে অবরোধ করেছে বনধ সমর্থকরা। ওভারহেডের তারে কলাপাতা ফেলে দেওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। শিমুরালি স্টেশনে বনধ সমর্থকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সিটু সমর্থকরা। শিয়ালদহ দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর-নামখানা রোডে ব্যাহত ট্রেন চলাচাল। ডায়মন্ডহারবার লাইনেও সমস্যা হয়েছে ট্রেন চলাচলে।বাসুলডাঙায় সিমেন্টের স্ল্যাব ফেলে অবরোধ। কাকদ্বীপেও অবরোধ করেছে বনধ সমর্থকরা। বর্ধমানের নিমো স্টেশনে বনধ সমর্থকরা অবরোধ করেছেন। কালনার ভান্ডারকুটি স্টেশনেও রেল অবরোধের খবর পাওয়া যাচ্ছে। এর ফলে যাত্রীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়। হাওড়ার দাশনগরে বাস ভাঙচুরের অভিযোগ বনধ সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে, বারাকপুর এবং নৈহাটি শিল্পাঞ্চলে বনধের দ্বিতীয় দিনে ভাল প্রভাব পড়েছে। প্রথম দিনের তুলনায় শিল্পাঞ্চল শ্রমিকদের উপস্থিতির হার অনেকটাই কম। একাধিক জুটমিল বন্ধ রাখতে হয়েছে বলে খবর।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement