Advertisement
Advertisement

Breaking News

কংগ্রেসের জেতা ৪ আসন বাদে দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ বামফ্রন্টের

প্রয়োজনে প্রার্থীতালিকায় পরিবর্তন হতে পারে, বার্তা বিমান বসুর৷

Left Front announces second candidates list for LS polls
Published by: Sucheta Sengupta
  • Posted:March 19, 2019 4:38 pm
  • Updated:March 19, 2019 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন রফার প্রক্রিয়ায় জট পেকে যাওয়ায় রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে কংগ্রেস এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে প্রার্থীতালিকা প্রকাশ করেছে৷ কিন্ত তারপরও আসন রফার বার্তা দিয়ে রেখেছে সিপিএম৷ গত লোকসভায় এরাজ্য থেকে কংগ্রেসের জেতা চারটি আসন বাদ রেখেই দ্বিতীয় দফায় বাকি ১৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে করল বামফ্রন্ট৷ এবারও নতুন কোনও মুখ নয়৷ দু, একজন বাদে দিল্লি দখলের লড়াইয়ে সেই অভিজ্ঞতাতেই ভরসা রাখল রাজ্য বামফ্রন্ট৷ দ্বিতীয় দফার প্রার্থীতালিকা একঝলকে দেখলেই, তা মালুম হয়৷

অশক্ত শরীরেও প্রার্থী হতে চান অশীতিপর জলুবাবু

দার্জিলিং: সমন পাঠক

Advertisement

আলিপুরদুয়ার: মিলি ওঁরাও

ঝাড়গ্রাম: দেবলীনা হেমব্রম

হাওড়া: সুমিত অধিকারী

কাঁথি: পরিতোষ পট্টনায়েক

তমলুক: শেখ ইব্রাহিম

কৃষ্ণনগর:  শান্তনু ঝা

আসানসোল: গৌরাঙ্গ চট্টোপাধ্যায়

বোলপুর: রামচন্দ্র ডোম

গানে মুখ্যমন্ত্রীর অপমান, বাবুলের বিরুদ্ধে এফআইআর আসানসোলে

শ্রীরামপুর:  তীর্থঙ্কর রায়

বাঁকুড়া: অমিয় পাত্র

মথুরাপুর: শরৎ হালদার

কলকাতা উত্তর: কণীনিকা ঘোষ

২০১৪র লোকসভা নির্বাচনে এরাজ্য থেকে চারটি আসনে জিতেছিল কংগ্রেস৷ বহরমপুরে অধীর চৌধুরি, মালদা উত্তর মৌসম বেনজির নূর, মালদা দক্ষিণে আবু হাসেম খান চৌধুরী এবং জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায়রা গিয়েছিলেন সংসদে৷ আসনরফার প্রক্রিয়ায় কংগ্রেসের জেতা এই চারটি আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়ার কথা হয়েছিল৷ সেইমতো এই চারটিতে প্রার্থী দেয়নি বামফ্রন্ট৷ আর এই তালিকার মধ্যে দিয়েই তাঁরা জোটধর্ম বজায় রাখার বার্তা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ এদিন প্রার্থীতালিকা প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘ওই চারটি আসনে প্রার্থী দিইনি বলে পরেও দেব না, তেমনটা নয়৷ পরে ওই চারটি আসন নিয়ে সিদ্ধান্ত হতে পারে৷’ তাঁর আরও মন্তব্য, ‘তেমন পরিস্থিতি হলে, প্রার্থীতালিকায় রদবদল করা হোক৷ প্রয়োজনে ৪২টি আসনের তালিকাই নতুন করে ঠিক করা হবে৷’ পাশাপাশি, বিজেপি এবং তৃণমূলের তুমুল সমালোচনা করেন বিমান বসু৷

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে স্বতন্ত্র নির্বাচনের হিড়িক, এখনই ফল জানতে ব্যাকুল নেটিজেনরা

ঝাড়গ্রাম থেকে দেবলীনা হেমব্রম যে লোকসভার প্রার্থী হিসেবে লড়াই করবেন, তা আগেই ঠিক হয়ে গিয়েছিল৷ মনে করা হচ্ছিল, দার্জিলিং আসনটিতে বাম সমর্থিত নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা দেখা গিয়েছিল৷ কিন্তু এদিন সমন পাঠকের নাম ঘোষণা করে বাম নেতৃত্ব সেই পুরনো মুখেই আস্থা রাখল৷ এছাড়া রামচন্দ্র ডোম, অমিয় পাত্র, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, কণীনিকা ঘোষরাই ফের লড়ছেন লোকসভায়৷ তবে কংগ্রেসের সঙ্গে এবার বামেদের জোটের সমীকরণ একেবারেই অমীমাংসিত রয়ে গেল৷ এতে কার, কতটা লাভ বা ক্ষতি হবে, তা বোঝা যাবে আর মাস খানেক পরই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement