বুদ্ধদেব সেনগুপ্ত: কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রবল সমালোচনা করল কংগ্রেস ও বামেরা। ভোট আসতেই রাজ্য ফের যুবকদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ এই দুই দলের।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সুর চড়িয়ে কংগ্রেস সংসদীয় দলের নেতা অধীর চৌধুরী কটাক্ষ করেন, কিছুদিন পরে মুখ্যমন্ত্রীর চাকরি থাকবে না। প্রকল্পের নামে কোটি কোটি টাকা শাসকদল তছরুপ করছে বলে অভিযোগ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর। রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ও কেন্দ্র বেকারদের চাকরি নিয়ে মিথ্যার প্রতিযোগিতা করছে বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। গত বছর মুখ্যমন্ত্রী ৩৫ লক্ষ চাকরি হয়েছে বলে যে দাবি করেন, তা কোথায় হয়েছে জানতে চান তিনি। ভোটের আগে মুখ্যমন্ত্রী বেকার যুবকদের সঙ্গে মিথ্যার বেসাতি করছেন বলে তাঁর অভিযোগ। বেকারত্বের জ্বালার ঘায়ে নুন না ছেটানোর আবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এদিকে, বিভিন্ন প্রকল্প ঘোষণার মধ্য দিয়ে রাজ্য সরকার শাসকদলের কর্মীদের লুটের ব্যবস্থা করে দিচ্ছে বলে অভিযোগ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর। জনগণেরর টাকায় পার্টির প্রচার হচ্ছে। সরকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তো পঞ্চায়েত ও পুরসভা। তাহলে পঞ্চায়েত ও পুরসভা কাজ করেনি তা ঘুরিয়ে সরকার স্বীকার করে নিল বলে দাবি করেন তিনি। রাজ্যের বেকারদের সঙ্গে সরকার খেলা করছে। এই বেকাররাই তৃণমূল সরকারকে আগামী ভোটে বুঝিয়ে দেবে বলে দাবি করেন বাম পরিষদীয় দলনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.